এডুকেশন টাইমস
১৩ মে ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাছ কাটার ছবি তোলায় এমপির লোক পরিচয়ে চুয়েট শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার

চুয়েট প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই শিক্ষার্থীর সাথে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ উঠেছে এনকে ট্রেডার্স নামের ঠিকাদার প্রতিষ্ঠানের এক প্রতিনিধির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তির নাম নাঈম খান।

আজ সোমবার (১৩ মে) দুপুর আড়াইটা নাগাত চুয়েটের কেন্দ্রীয় মসজিদের বিপরীত পার্শ্বে বিদ্যুৎ উপকেন্দ্র সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। উপকেন্দ্রের গা ঘেষে বেশ জায়গা জুড়ে অনেক গাছগাছালী কেটে কেন্দ্রীয় গবেষণাগারের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এ অবস্থায় কাজের অসঙ্গতি ও বিপুল পরিমাণ গাছ কাটার ছবি তুলতে গেলে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী চুয়েটের তৃতীয় বর্ষের (২০-ব্যাচ) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শোভন লাল সরকার জানান, সাবস্টেশনের পাশের জায়গায় গাছ কাটা হচ্ছে দেখে তিনি ছবি তুলতে যায়। হঠাৎ দুর থেকে কয়েকজন তেড়ে আসে তার হাতে থাকা ফোন কেড়ে নেওয়ার জন্য। এ সময় নাঈম খান নামের ঐ প্রতিনিধিসহ তার বাকি সহযোগীরা শোভনের সাথে মারমুখী আচরণ করে।

এ সময় ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম এঘটনার প্রতিবাদ করতে এগিয়ে আসলে তার জামার কলার ধরে হুমকি দেয়া হয়।

নাঈম খান বলেন, আমাদেরকে টিচার ফিচার ভাইবো না, এমপির লোক আমরা, ভিসিও কিছু করতে পারবো না আমাদের। এছাড়াও তিনি বলেন ক্যাম্পাসের ভিতরে এই জায়গাটিকে তার নিজের প্রপার্টি।

পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ঠিকাদারকে উপযুক্ত শাস্তির আওতায় এনে চুয়েটে তার কার্যক্রম বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তর বরাবর লিখিত অভিযোগ করে শিক্ষার্থীরা।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করলে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালকগণ সেখানে উপস্থিত হয়ে নাঈম খানকে এ ব্যাপারে সতর্ক করেন। এসময় নাঈম খান নিজের দোষ স্বীকার করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এ ব্যাপারে চুয়েটের উপাচার্য ড. রফিকুল আলম বলেন, আমি ওই কন্ট্রাক্টরকে ডেকেছি। এ ধরনের আচরণ করলে সে কখনোই ওই সাইটে থাকতে পারবে না। তাকে ক্যাম্পাসে রেস্ট্রিকশন করে দেয়া হবে। এটা কোনো অবস্থাতেই মেনে নেয়া যায় না।

চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০ আবর্তের শিক্ষার্থী রিদওয়ান মাহমুদ বলেনচুয়েটের ছাত্র হয়ে নিজ ক্যাম্পাসে একজন বহিরাগত এর এই রকম ব্যবহার কোনো ভাবেই কাম্য নয়।চুয়েট প্রশাসন এর কাছ থেকে আশা করি এইসব নির্মাণের কাজে নিয়োজিত সকল লোকদের তাদের অবস্থান এবং ছাত্রদের সাথে ব্যবহারের বিষয়টি পরিষ্কার করে দিবে।

এ সম্পর্কে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. রেজাউল করিম জানান, ছাত্রদের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি পর্যালোচনা করা হবে। ভবিষ্যতে এ ধরণের কোনো ঘটনা যাতে না ঘটে, তার জন্য ব্যাবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, অভিযুক্ত নাঈম ইয়াকুব এন্ড ব্রাদারস এনকে ট্রেডার্স জয়েন্ট ভেঞ্চার ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল রিসার্চ ল্যাব এর কাজে নিয়োজিত আছে৷

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১০

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

১১

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

১২

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

১৩

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১৪

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১৫

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১৬

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৭

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

১৮

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

২০