জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদ এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১০ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সামনে এবং সাড়ে ১২টায় পদার্থবিজ্ঞান ভবনের পাশে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এসব ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করেন।
জীববিজ্ঞান অনুষদের উদ্বোধনকালে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, ‘ভবন ইটের তৈরি, কিন্তু ভবনের ভেতর জীবন থাকে। ভবনের ভেতর ক্লাস হবে, জ্ঞান আদান-প্রদান হবে ও গবেষণা হবে। আমি খুব উজ্জীবিত যে, এখানে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী সবাই উপস্থিত হয়েছেন।’
গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ উদ্বোধনকালে অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘আজকে বিশেষ দিন, কারণ আমাদের অনুষদের নতুন ভবনের উদ্বোধন হচ্ছে। ছয়তলা বিশিষ্ট এই ভবনটিতে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান এবং গণিত বিভাগ থাকবে। এছাড়া গাড়ি পার্কিং, শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন ও শিক্ষকদের লাউঞ্জ ইত্যাদি থাকবে। ভবনের কাজ শেষ হলে বিজ্ঞানের সব বিভাগ কাছাকাছি হবে। এছাড়া লাউঞ্চ থাকায় শিক্ষকদের মধ্যে যোগাযোগ বাড়বে এবং দূরত্ব কমবে। আশা করছি, আগামী বছর জুলাইয়ের মধ্যেই আমরা ভবনের কাজ শেষ করে ক্লাস শুরু করতে পারবো।’
ভবন দু’টি উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ‘দীর্ঘদিন পর বিভিন্ন জটিলতার পরেও অনুষদ দু’টির নির্মাণকাজ উদ্বোধন করতে পারছি। অনেকেই বলে মাস্টারপ্ল্যান ছাড়া নতুন বিল্ডিং হবে না। কিন্তু আমরা কোনো নতুন ভবন করতেছি না। আমরা পুরাতন ভবনের সম্প্রসারণ করতেছি।’
তিনি আরো বলেন, ‘কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কি না শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাইকে দেখাভাল করার অনুরোধ করছি। আশা করছি, ভবন দু’টির কাজ শেষ করতে পারলে আপনাদের উপযুক্ত পরিবেশ দিতে পারবো।’
এসআই/
মন্তব্য করুন