এডুকেশন টাইমস
১৩ জুন ২০২৪, ৮:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় নিহত দুই চুয়েট শিক্ষার্থীর পরিবার পেল ২০ লাখ টাকা ক্ষতিপূরণ

চুয়েট প্রতিনিধি :

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নিহত দুই শিক্ষার্থী ও আহত এক শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১২টায় জেলা সার্কিট হাউসে সড়ক দূর্ঘটনায় নিহত দুইজন ছাত্র এবং আহত ছাত্র ও তার অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর, আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক হস্তান্তর করা হয়।

নিহত দুই শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন এর পরিবারকে দশ লাখ টাকা করে মোট বিশ লাখ টাকা এবং আহত শিক্ষার্থী জাকারিয়া হিমুর পরিবারকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

ক্ষতিপূরণ বাবদ এই অর্থ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত শিক্ষার্থীদের জন্য ৫ লাখ টাকা করে মোট দশ লাখ টাকা, আহত শিক্ষার্থীর জন্য ১ লাখ টাকা, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতি হতে নিহত শিক্ষার্থীদের দুই লাখ টাকা করে মোট ৪ লাখ ও আহত শিক্ষার্থীকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে। এছাড়া নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা প্রদান করা হয়েছে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জামালউদ্দীন আহমদ, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, চুয়েট জনসংযোগ বিভাগের ডেপুটি পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (রাউজান)।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক বলেন, নিহতদের পরিবারকে বিআরটিএ, মালিক সমিতি ও জেলা প্রশাসন এর পক্ষ থেকে সর্বোমোট দশ লক্ষ টাকা করে ও আহতের পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যেন তাদের স্মৃতিস্বরুপ বিশ্ববিদ্যালয়ের কোনো চত্বর বা ভবনের নাম শিক্ষার্থীদের নামে নামকরণ করা হয়। পাশাপাশি, বিআরটিএ এর কাছে এই রাস্তাটির নামকরণ এই দুই শিক্ষার্থীর নামে করার অনুরোধ করেন তারা।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার শিকার হন চুয়েটের তিন শিক্ষার্থী। দ্রুতগতির শাহ আমানত পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত সাহা ও একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌফিক হোসেন। সহপাঠীদের মৃত্যুর সংবাদ শোনার পর ৩টি বাস আটকের পর আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে দশ দফা দাবিতে আন্দোলন শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ স্থগিতের ঘোষনা দেওয়া হয়।

ইএইচ/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

র‍্যাগিং প্রতিরোধে বেরোবিতে অভিযোগ বক্স স্থাপন

নতুন পাঠ্যবইয়ে স্থান পেয়েছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প

সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ

১০

আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার

১১

সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন শুরু

১২

১৪ বন্ধুকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে থাই নারীর মৃত্যুদণ্ড

১৩

আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া, শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা: হাসনাত

১৪

সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন নিদের্শনা ঢাবির

১৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

১৬

শীতের শুরুতেই জাবিতে নৈশপ্রহরীদের শীতবস্ত্র উপহার দিলো ছাত্রশিবির

১৭

ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস

১৮

‘জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ’

১৯

জাবিতে শিক্ষার্থীর মৃত্যু: দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল

২০