কুবি প্রতিনিধি: সার্বজনীন পেনশন স্কিম বিধিমালা-২০২৩ এর প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক কর্মচারীদের অভিন্ন নীতিমালার অসামঞ্জস্য বাতিলের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় ও চতুর্থ কর্মচারীরা টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।
সর্বশেষ কমিটির তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মোহসীন বলেন, ‘অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল এবং ইউজিসি থেকে যে অভিন্ন নীতিমালা প্রণয়নের কথা হচ্ছে আমরা সেটার প্রতিবাদ করছি। প্রত্যয় স্কিম এবং ইউজিসির অভিন্ন নীতিমালা থেকে আমাদের বাদ না দিলে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’
উল্লেখ্য, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের নির্দেশে ১ জুলাই থেকে ৪ জুলাই অবধি অর্ধদিবস কর্মবিরতি পালন এবং দাবি মানা না হলে ৭ জুলাই থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ।
এসআই/
মন্তব্য করুন