জাবি প্রতিনিধি: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে পুনর্বহালসহ চার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি।
রবিবার (৭ জুলাই) বেলা ১১টা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে শুরু হয় এ কর্মসূচি। শুরুতে বিকাল ৩টা থেকে ৬টা ঢাকা-আরিচা অবরোধের ঘোষণা দিলেও পরবর্তীতে সাভারের ধামরাইয়ে অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার জন্য সময় পরিবর্তন করে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ রাখা হয়।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোয় মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে; এ ছাড়া দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ইমন বলেন, আমাদের দাবিটি কোনো রাজনৈতিক দাবি নয়। সংবিধান বহির্ভূত কোন দাবি নয়। আমরা কোনো সরকার বিরোধী আন্দোলনও করছি না আমাদের একটাই চাওয়া আমাদের প্রাপ্য সুযোগটুকু যা এনে দিয়েছিল দেশের সূর্যসন্তান মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করার মাধ্যমে। বিনিময়ে ঝরে ছিল ৩০ লক্ষ তাজা প্রাণ। তারা কোটার জন্য যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করেছে দেশ স্বাধীন করার জন্য। তারা সাম্যের জন্য যুদ্ধ করেছে, তারা মানবিক মর্যাদার জন্য যুদ্ধ করেছে। সামাজিক অধিকার নিশ্চিত করার জন্য যুদ্ধ করেছে তারা।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সদস্য সচিব মাহফুজ ইসলাম মেঘ বলেন, পূর্বঘোষণা অনুযায়ী রবিবার দুপুর থেকে আমাদের অবরোধের ঘোষণা ছিল। কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রতযাত্রার প্রতি সম্মানার্থে দুপুরের পরিবর্তে বেলা ১১টা থেকে অবরোধ শুরু করেছি। আমাদের এই আন্দোলন সাধারণ মানুষের, জনমানুষের আন্দোলন। দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের জন্য যাত্রীদের সাময়িক দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে প্রয়োজনে সারা দেশ অচল করে দেওয়া হবে।
উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আজ থেকে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন বিভিন্ন বিভাগের বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা।
এসআই/
মন্তব্য করুন