জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধষর্ণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান ও মীর মশাররফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আলমের অপসারণের আশ্বাসে অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার অফিসে উপাচার্যের নেতৃত্বে এক আলোচনা সভা শেষে অবরোধ স্থগিতের ঘোষণা দেন নিপীড়ন বিরোধী মঞ্চের সংগঠক ও ইতিহাস বিভাগের অধ্যাপক পারভীন জলী।
অধ্যাপক পারভীন জলী বলেন, আমরা প্রশাসনের সঙ্গে আজ আলোচনায় বসেছিলাম। সেখানে উপাচার্য আমাদের আশ্বস্ত করেছেন আগামী ১৭ মার্চের মধ্যে প্রক্টর ও প্রাধ্যক্ষ নিজেরাই তাদের দায়িত্ব ছেড়ে দিবেন। তা না হলে উপাচার্য তার ক্ষমতাবলে তাদের অপসারণ করবেন। আগামী ১৮ মার্চের মধ্যে এটি বাস্তবায়ন না হলে আমরা আবারও অবরোধ কর্মসূচিতে যাবো।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন এজন্য তারা অবরোধের স্থগিত করেন।’
এর আগে, গত সোমবার সকাল নয়টা থেকে পাঁচ দফা দাবিতে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।
তাদের দাবিগুলো হলো- মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল থেকে বের করে গণরুম বিলুপ্ত করে নিয়মিত শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করা এবং র্যাগিং সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা: ক্যাম্পাসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনাঃ নিপীড়কদের সহায়তাকারী প্রক্টর ও মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষের অপরাধ তদন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত চলাকালে তাদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়াঃ মাদকের সিন্ডিকেট চিহ্নিত করে জড়িতদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
এসআই/
মন্তব্য করুন