শাবিপ্রবি প্রতিনিধি:
সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তারা।
সোমবার (০৮ জুলাই) সর্বাত্মক কর্মবিরতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তারা।
এ বিষয়ে শাবি কর্মকর্তা সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, সার্বজনীন প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে বাদ দিতে এবং আন্তাঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের দেওয়া ১২ দফা অভিন্ন নীতিমালা মেনে নেওয়ার দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। তবে সরকারের কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখনো কোন ধরনের যোগাযোগ করেননি । তাই সমস্যা সমাধানের আগ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
অন্যদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।
এ বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাবিপ্রবির অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন ধরনের আলোচনার সুযোগ তৈরি হয়নি। তাই যতদিন সমাধান আসবে না ততদিন আমরা আন্দোলন চলে যাব।
শিক্ষক-কর্মকর্তাদের পাশাপাশি বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন দ্রুত প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অভিন্ন নীতিমালা বাতিল ও নবম স্কেল প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করছে সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন কর্মচারী সমিতি ও শাবিপ্রবি কর্মচারী ইউনিয়ন।
ইএইচ/
মন্তব্য করুন