রাবি প্রতিনিধি:
এথিকস ক্লাব বাংলাদেশের আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক প্রদর্শনী প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (৮ জুলাই) রাত ৮টায় গুগল মিটে বিতর্কটি অনুষ্ঠিত হয়।
বিতর্কের মোশন ছিলো “এই সংসদ মনে করে আকাশ সংস্কৃতির আগ্রাসন সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের প্রধান কারণ।” বিষয়টির বিপক্ষে রাবির হয়ে প্রতিনিধিত্ব করে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশানের (রুডো) বিতার্কিক আশরাফুল ইসলাম সন্ধি, নাজমুল সাকিব সোয়াদ ও মো. সোহাগ এবং পক্ষে রুয়েটের হয়ে প্রতিনিধিত্ব করে রুয়েট ডিবেটিং ক্লাবের (রুয়েটডিসি) বিতার্কিক আহাসানুর রহমান, সোহান ফেরদৌস এবং রিফাত এফেন্দি।
প্রদর্শনী বিতর্কটির স্পিকার এর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মীর হাসিবুল হাসান রিশাদ। দেশের বিভিন্ন প্রান্ত হতে গুগল মিটে দর্শকরা উক্ত প্রদর্শনী বিতর্ক উপভোগ করেন এবং ইতিবাচক মন্তব্য করেন।
এ বিষয়ে এথিকস ক্লাব রাবি শাখার আহবায়ক সিফাত হোসেন বলেন, ‘এথিকস ক্লাবকে ধন্যবাদ জানাই এতো চমৎকার বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য। শিক্ষার্থীদের সৃজনশীল ও সৃষ্টিশীল কাজের মধ্য দিয়ে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়বে বলে আমাদের বিশ্বাস সেইক্ষেত্রে এই প্রদর্শনী বিতর্কটি একটি মাইলফলক হয়ে থাকবে।’
আরএন/
মন্তব্য করুন