বুটেক্স প্রতিনিধি:
চলমান কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের হয়রানির প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সাধারণ শিক্ষার্থী ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাস দাবি করছে।
গত ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে উক্ত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুটেক্স ক্যাম্পাস ছাত্র রাজনীতির মুক্ত করার দাবি জানাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা যায় ১৭ জুলাই (বুধবার) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে বুটেক্স ক্যাম্পাসের যেকোনো ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালক বরাবর পিটিশন জমা দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করেন, যেকোন ধরনের রাজনৈতিক সংগঠনের সাথে তাদের ব্যাচের কোন শিক্ষার্থীর কোন ধরনের সম্পৃক্ততা নেই। যে ছাত্র সংগঠন শিক্ষার্থীদের গায়ে হাত তোলে সেই সংগঠনের সাথে তারা কোনভাবে সম্পৃক্ত থাকতে চায় না। উক্ত সকল রাজনৈতিক সংগঠনকে সার্বিকভাবে বয়কট করা হলো। তারা বুটেক্স ক্যাম্পাসে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায়।
উল্লেখ্য, ১৬ তারিখ রাতের ঘটনার পর থেকে ছাত্রলীগের অনেক নেতাকর্মী বিভিন্ন ফেসবুক পোস্টে ছাত্রলীগ থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছে এবং পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রার্থীরা জীবন বৃত্তান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর আগে ১৬ জুলাই দিবাগত রাত থেকে বুটেক্সের বিভিন্ন ব্যাচের যেসব শিক্ষার্থী হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল অথবা হামলাকারীদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন দিয়েছে তাদের সবাইকে স্ব স্ব বিভাগ থেকে এবং ব্যাচ থেকে বয়কট করা হয়েছে। একাধিক সূত্রে জানা যায় ফেসবুক মেসেঞ্জারে ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক গ্রুপ এবং এলাকাভিত্তিক গ্রুপ থেকে সাধারণ শিক্ষার্থীরা গণহারে লিভ নিচ্ছে।
আরএন/
মন্তব্য করুন