এডুকেশন টাইমস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) সিএসই ৯ম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ আল রাফিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের কারণে তার নিজ জেলা কুমিল্লা থেকে পুলিশ গ্রেফতার করেছে। সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা জেলা কোতোয়ালি থানা পুলিশের হাতে আটক হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ আল রাফি।
কুমিল্লা জেলা কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ২৯তারিখ জেলার টমছম ব্রীজ এলাকায় রাফিকে গ্রেফতার করা হয়। এসময় তার সাথে ককটেল পাওয়া গিয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন রাফি। পুলিশ তার মুঠোফোন তল্লাশি করে আন্দোলনে সম্পৃক্ততা খুঁজে পান। মামলার পর গতকাল তাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে বলে জানা যায়।
মন্তব্য করুন