বেরোবি প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাঈদসহ নিহতদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার (২ আগস্ট) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বরে সামনের ২ নাম্বার গেটে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে আবু সাঈদ হত্যার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, “এই অবস্থার সৃষ্টি হতো না যদি দেশ থেকে যারা হাজার হাজার কোটি টাকা বাইরে নিয়ে যায় তাদের পৃষ্ঠপোষকতা না করা হতো, যারা প্রশ্নফাঁস করে তাদের পৃষ্ঠপোষকতা না করা হতো। আর আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই সত্যকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যদি দাবিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনা আবার ফিরে আসবে। সারাদেশে যে চেতনা জেগে উঠেছে সেটা মুক্তিযুদ্ধের চেতনাই।”
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক উমর ফারুক বলেন, “এ দেশ কথা বলবার দেশ, মুক্তচর্চা করবার দেশ। এখানে ছাত্রদেরকে গ্রেপ্তার করে দমিয়ে রাখা যাবে না। এখন আমরা যে পরিবেশে বসবাস করছি, আগামী প্রজন্ম এই পরিবেশ, এই বাংলাদেশ চায় না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই প্রজন্মকে দাঁড় করিয়ে ভুল করা হয়েছে। এই প্রজন্ম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়।”
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মতিউর রহমান বলেন, আবু সাঈদ আমাদের প্রিয় শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের সামনে সে পুলিশ বাহিনীর গুলিতে যেভাবে নিহত হয়েছে তা সারাবিশ্বের আইকনে পরিণত হয়েছে। সেই দৃশ্য অনেক গণমাধ্যমই প্রচার করেছে। তবু তার হত্যা মামলার এফআইআরে পুলিশের বিষয় উল্লেখ করা হলো না। আমার প্রশ্ন হলো, এ ঘটনায় বিচারের দাবিতে কেন আমাদের দাঁড়াতে হবে? আমরা চাই সারাদেশের যে দুই শতাধিক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তার বিচার চাই।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাতুল জান্নাত বলেন, “পুলিশবাহিনী, পেটোয়া হেলমেটবাহিনী বা অন্যান্য যাঁরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তাদের বিচার করতে হবে। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে নিরাপত্তার খাতিরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রশাসনকে সকল ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্রশিবিরমুক্ত ক্যাম্পাস চাই। আমরা আবু সাঈদ হত্যার বিচার চাই। এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতারও বিচার চাই।”
প্রসঙ্গত, গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ। নিহত আবু সাঈদের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। আবু সাঈদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
আরএন/
মন্তব্য করুন