শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফটোগ্রাফি বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশন’ (সুপা) উদ্যোগে বেসিক ফটোগ্রাফি কোর্সের (বিপিসি) রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২৬ এপ্রিল শুরু হতে যাওয়া এ কোর্সে রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে সকলের।
রবিবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি আশিকুর রহমান সাকিব।
সাকিব বলেন, এটি সুপার ৩৭তম বিপিসি। এতে সাস্টিয়ান, নন-সাস্টিয়ান সকলেই অংশ নিতে পারবে। কোর্সটি অফলাইন ও অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। সাস্টিয়ানদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ এবং নন-সাস্টিয়ানদের জন্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চার দিনব্যাপী এ কোর্স শেষে লিখিত ও ভাইভা পরীক্ষা নেয়া হবে, এতে বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও ১০০ নম্বরের এ পরীক্ষায় ৪০ নম্বর পেয়ে উত্তীর্ণ সকলেই এ সংক্রান্ত একটি সার্টিফিকেট পাবে।
এসআই/
মন্তব্য করুন