যবিপ্রবি প্রতিনিধি: আজ(৭ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে শৃঙ্খলা রক্ষার জন্য রাস্তায় নেমেছে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এছাড়া গত ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করতেও দেখা যায় তাদের।
আজ সকাল ৯ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে সড়কে আইন শৃঙ্খলা রক্ষা ও ভাঙচুর চালানো হয়েছে এমন বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা থেকে ময়লা আবর্জনা অপসারণের কাজ শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান তাদের এই কাজ যতদিন না পুলিশ প্রশাসন সচল হচ্ছে ততদিন চলমান থাকবে।
যশোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক জানান, “আমারা যেই চেতনা নিয়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, সেই চেতনা নিয়েই আজ থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য রাস্তায় নেমেছি। আমরা চায়না দেশে আর কেনো অরাজকতা বা সহিংসতা তৈরি হোক। আমরা সকল বৈষম্য বিশৃঙ্খলার বিরুদ্ধে। এই দেশ আমাদের এবং এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বও আমাদের।”
এছাড়া যশোরের বিভিন্ন স্থানে রোভার স্কাউট সদস্যদেরকেও দেখা যায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে।
এসএস/
মন্তব্য করুন