নিউজ ডেস্ক:
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে হয়নি বলে জানিয়েছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৫ সালের এইচএসসির সিলেবাসে ২০২৬ সালের পরীক্ষাও হবে দাবি করে যেসব তথ্য প্রচারিত হচ্ছে, তা সত্য নয়। আমার স্বাক্ষর ও সিল নকল করে লেখা একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এটি মিথ্যা। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা কোন সিলেবাসে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’
২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে বলে আগেই জানানো হয়েছিল শিক্ষা বোর্ডগুলো পক্ষ থেকে। তবে ২০২৬ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
/ইএইচ
মন্তব্য করুন