এডুকেশন টাইমস ডেস্ক: ফিলিস্তিনের জনগণের দুর্দশায় মস্কো ব্যথিত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ফিলিস্তিনিদের পূর্ণ স্বাধীন একটি রাষ্ট্র সৃষ্টির আকাঙ্ক্ষাকেও মস্কো সমর্থন করে বলে জানান তিনি।
রাশিয়ায় সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎকালে এমনটি জানান পুতিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, আব্বাসের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, সবাই ভালোভাবেই জানে রাশিয়াকে আজ দুঃখজনকভাবে হাতে অস্ত্র নিয়ে নিজেদের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে হচ্ছে। কিন্তু মধ্যপ্রাচ্যে কী হচ্ছে, ফিলিস্তিনে কী হচ্ছে, সেটিও আমাদের পক্ষ থেকে নজর এড়িয়ে যাচ্ছে না। আর আমরা অবশ্যই খুবই বেদনা আর উদ্বেগ নিয়ে ফিলিস্তিনে নেমে আসা এই মানবিক বিপর্যয় লক্ষ করছি।
রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১৩ আগস্ট) রাশিয়ার রাজধানী মস্কোয় গেছেন আব্বাস। বুধবারও (১৪ আগস্ট) সেখানেই ছিলেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করতে আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে তার।
এসএস/
মন্তব্য করুন