আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের তফশিল ঘোষণা হয়েছে। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে দেশটির ৫৪৩ আসনের নির্বাচন। নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ দফায়। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হবে ভোটগ্রহণ। ভোট গণনা করা হবে ৪ জুন।
শনিবার (১৬ মার্চ) ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজিব কুমার এ ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভি’র
প্রধান নির্বাচন কমিশনার জানান, লোকসভা নির্বাচন দ্বিতীয় দফার ভোটগ্রহণ করা হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফার ৭ মে, চতুর্থ দফার ১৩ মে, পঞ্চম দফা ২০ মে, ২৬ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম দফার ভোটগ্রহণ করা হবে। ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন।
বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে আগামী জুনে। এর আগে একটি নতুন সরকার গঠন করতে হবে। অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচল ও ওড়িশা প্রদেশের বিধানসভার মেয়াদও শেষ হবে জুনে। এ রাজ্যগুলোতেও নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ জুন। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে।
এবারের লোকসভা নির্বাচনে প্রায় ৯৭ কোটি মানুষ ভোট দেওয়ার জন্য যোগ্য। ভোটগ্রহণের জন্য ১০ লাখ ৫০ হাজার ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। নির্বাচন হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএমে। এর জন্য ৫৫ লাখ ইভিএমের ব্যবস্থা করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিকিম, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং অন্ধ্র প্রদেশ- এই চারটি রাজ্যে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তালিকায় জম্মু-কাশ্মীরের নাম নেই।
বিহার, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান এবং তামিলনাড়ুসহ একাধিক রাজ্যের ২৬টি বিধানসভা আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে ওই সময়ের মধ্যে।
এসআই/
মন্তব্য করুন