এডুকেশন টাইমস ডেস্ক: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। শুরুর দিকে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল, যা অনেক ক্ষেত্রে সহিংসতায় রূপ নেয়। এসব ঘটনা প্রকৃতপক্ষে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং তা ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল।
রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশের ধর্মীয় পরিবেশ নিয়ে ইতিবাচক ধারণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপের অন্যতম উদাহরণ হলো দুর্গাপূজা উদযাপন। দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যেই প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করা সম্ভব হয়। উদযাপনে উৎসবের আমেজ বাড়াতে নির্বাহী আদেশে অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হয়। পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়ার ফলে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পেরেছেন।’
তিনি আরো বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া প্রতিটি সহিংসতার ঘটনা তদন্তাধীন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’
এসএস/
মন্তব্য করুন