ডেস্ক রিপোর্ট:
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দেশের ৮টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা চলছে। প্রথমদিন ‘স্কুল পর্যায়’ ও ‘স্কুল-২ পর্যায়’-এর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হবে দুপুর ২টায়। প্রথম দিনের পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় দুই লাখ ৫১ হাজারের বেশি চাকরিপ্রার্থী।
এছকড়া আগামীকাল শনিবার (১৩ জুলাই) কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা একই সময়ে অনুষ্ঠিত হবে। কলেজ পর্যায়ের পরীক্ষায় প্রার্থীর সংখ্যা দুই লাখ ২৮ হাজার ৮১৩ জন।
এদিকে পরীক্ষার প্রশ্নফাঁসের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এনটিআরসিএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম এ কথা বলেন।
আরএন/
মন্তব্য করুন