যানজটের শহর ঢাকায় এবার গাড়িবহরসহ আটকে থাকতে দেখা গেলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের গাড়িবহরকে।
যদিও সরকার প্রধানরা চলাচলের সময় ভিআইপি প্রটোকল নিয়ে চলেন। আশেপাশের এলাকায় থাকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আগে বাংলাদেশের কোনো সরকারপ্রধানকে এভাবে যানজটের মধ্যে রাস্তায় আটকে থাকতে দেখা যায়নি।
রোববার (১১ জুলাই) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ড. মোহাম্মদ ইউনুসের গাড়িবহর যানজটে আটকে আছে। গাড়ির বাইরে দাঁড়িয়ে আছে তার নিরাপত্তারক্ষীরা। এ সময় পথচারীদের রাস্তা পারাপার না হতেও বলছিলেন তারা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে ড. ইউনূস ও ১৩ উপদেষ্টার শপথ নেওয়ার পর তাদের বিভিন্ন মন্ত্রণালয়/দফতর ভাগ করে দেয়া হয়। এরমধ্যে ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন