এডুকেশন টাইমস
৫ মার্চ ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাবি সংলগ্ন এলাকার আতঙ্ক ছাত্রলীগ নেতা সময়

রাজিব রায়হান: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশ্ববর্তী এলাকার ভয়ঙ্কর চরিত্রের নাম জাহিদুল হক সময়। বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর ছত্রছায়ায় আশেপাশের এলাকায় গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি, মাদক, ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছেন তিনি। ক্ষমতা ও দলীয় প্রভাবের ভয়ে কেউ মুখ খোলার সাহস না পেলেও ধীরে ধীরে বেরিয়ে আসছে তার অপকর্মের ইতিহাস।

জাহিদুল হক সময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি আশুলিয়া থানাধীন বড়রাঙ্গামাটিয়ার সেনওয়ালিয়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। এছাড়া সময়ের বড়ভাই নাহিদুল হক জয় বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং জাবি শাখা ছাত্রলীগের কর্মী ও মওলানা ভাসানী হল ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) সাবেক শিক্ষার্থী আরমান খান যুবর নাম ভাঙিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী আমবাগান, পানধোয়া ও সেনওয়ালিয়াসহ আশেপাশের এলাকায় ডিশ, ইন্টারনেট ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন জাহিদুল হক সময় ও তার সহযোগী মো. তাসকিন খান। যুব কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের ছোট ভাই।

এদিকে সময়ের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা করারও অভিযোগ রয়েছে। অন্যদিকে ফেনসিডিলসহ পুলিশের কাছে কয়েকবার আটক হয়েছেন তাসকিন। এছাড়া তাসকিন ও সময়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা দায়ের করা হলেও তারা প্রকাশ্যে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, যুবর শেলটারে আশপাশের এলাকার সকল ব্যবসার নিয়ন্ত্রণ নেন সময় ও তাসকিন। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই মারধর করতেন, প্রাণনাশের হুমকিও দিতেন। ক্ষমতা ও দলীয় প্রভাবের ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না। তবে সম্প্রতি আশেপাশের এলাকায় ‘ময়লা অপসারণ’ ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সময় ও তাসকিনের অপকর্ম সামনে আসছে।

জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. মনসুর আলী পানধোয়া এলাকায় মাদক বেচাকেনা বন্ধ করতে আওয়াজ তুললে জাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা ও তাসকিন গ্যাং প্রকাশ্যে ওই শিক্ষকের উপর গুলি চালায়। এ ঘটনায় ২০২২ সালের ৬ আগস্ট আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ওই শিক্ষক। মামলা নং-২২। এর আগে, গকুলনগরের সেনওয়ালিয়া গ্রামের বাসিন্দা ও ইটবালু ব্যবসায়ী বেলাল হোসেন চৌধুরীকে মারধর ও ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন সময় ও তাসকিন। বেলাল হোসেন চৌধুরীর সঙ্গে থাকা এক লক্ষ ২০ টাকা ছিনিয়ে নেয়। পরে বাকী টাকা আদায়ের জন্য বেলালকে তুলে নিয়ে মারধর ও হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ২০২২ সালের ৬ জুন ভুক্তভোগীর স্ত্রী আফরোজা চৌধুরী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১০১।

অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করেন মো. তাসকিন খান। এর আগে, তিনি কয়েকবার ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছেন। তার অন্যতম সহযোগী মুন্না নামে এক যুবক সম্প্রতি ইয়াবাসহ পুলিশের হাতে আটক হন। সে সংক্রান্ত কিছু তথ্য প্রমান এই প্রতিবেদকের হাতে এসেছে। এছাড়া তাসকিনের শেলটারদাতাদের মধ্যে জাহিদুল হক সময় অন্যতম। এমনকি তাসকিন ও সময়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মাদক সরবরাহের অভিযোগ রয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার ‘ময়লা অপসারণ’ ব্যবসা পরিচালনা করতেন মো. বাবু আলী। গত তিনমাস আগে বাবুর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন সময়। তবে টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ‘ময়লা অপসারণ’ ব্যবসা নিয়ন্ত্রণ নেন সময় ও তাসকিন। পরে মাসুদ ও আশরাফ নামে দুই ব্যক্তিকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেন তারা। তখন তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন বাবু। এ ঘটনায় পরও ব্যবসা পরিচালনার চেষ্টা করছিলেন বাবু। তবে ময়লা অপসারণ করতে আসলেই বাবুর লোকজনকে মারধর ও হুমকি দিতেন সময় ও তাসকিনের অনুসারীরা। সর্বশেষ গতকাল সোমবার (০৫ মার্চ) ময়লা অপসারণ করতে আসলে বাবুর স্ত্রী রেনু বেগম ও তার ছেলে হেলাল উদ্দিনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় সময়, তাসকিন, মুন্না ও টুটুলসহ অজ্ঞাত কয়েকজন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বাবু।

এ বিষয়ে ভুক্তভোগী মো. বাবু আলী বলেন, ‘স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় ময়লা অপসারণের ব্যবসা করছিলাম। তবে সময় ও তাসকিন আমার কাছে প্রতিমাসে এক লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় অবৈধভাবে তারা মানিক ও আশরাফকে ময়লা অপসারণের অনুমতি দেয়। তবে সম্প্রতি তারা চলে গেলে আমি আবার ব্যবসা শুরু করি। তবে সময় ও তাসকিন আমার ছেলেকে প্রতিনিয়ত হুমকি দিতো। সর্বশেষ গতকাল সোমবার তারা হামলা চালিয়ে আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে।’

অন্যদিকে সময়ের বিরুদ্ধে ইসলামনগর এলাকার রহিম নামে এক ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক অন্যদের লিখে দেওয়ার অভিযোগ রয়েছে। জানা গেছে, নানা বিষয়ে রহিমের সঙ্গে তার স্ত্রী ও মেয়ের জামাইয়ের দ্বন্দ্ব চলছিলো। ফলে জোরপূর্বক সম্পত্তি লিখে দেওয়ার জন্য সময়কে ১৫ লাখ টাকা দেয় রহিমের স্ত্রী ও মেয়ের জামাই। পরে সময় ও তার সহযোগীরা মিলে দলিলে জোরপূর্বক রহিমের স্বাক্ষর নেয়। এছাড়া রহিমের কাছ থেকেও এক লাখ টাকা আদায় করে।

এ বিষয়ে ভুক্তভোগী রহিম বলেন, ‘আমার স্ত্রী ও মেয়ের জামাই মিলে আমার নামে ষড়যন্ত্র করে। তারা আমার সম্পত্তি লিখে নেওয়ার জন্য জাহিদুল হক সময়কে ১৫ লাখ টাকা দেয়। সময় ও তার সহযোগীরা পিস্তলের ভয় দেখিয়ে জোরপূর্বক আমার স্বাক্ষর নেয়। এছাড়া ৪ লাখ টাকা দাবি করে। পরে আমি এক লাখ টাকা দেই। বাকি টাকা না দেওয়ায় আমাকে মারধর করে।’

এছাড়াও সময় ও তাসকিনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধর এবং মাদক ব্যবসা পরিচালনাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব ঘটনায় একাধিকবার সময় ও তাসকিনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। সেসব অভিযোগের কপি এই প্রতিবেদকের হাতে এসেছে।

অভিযোগের বিষয়ে জাহিদুল হক সময় বলেন, ‘যেদিন বাবুর ছেলে হেলালকে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়, সেদিন ভোরেই আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় ম্যাজিস্ট্রেটের কাছে গেছিলাম। সেসব প্রমাণ ও সরকারি কাগজপত্র আমার কাছে আছে। যতদুর শুনেছি, ময়লা অপসারণকারীদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। আমি রাজনীতি করি বলেই তারা ষড়যন্ত্র করে আমার নাম দিয়েছে। আমি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব।’

ইসলামনগর এলাকায় রহিমের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘রহিমের পারিবারিক সমস্যা ছিল, তা নিয়ে ক্যাম্পাসের শিক্ষকরা বিচার করে দেয়। যার ডকুমেন্টস আমার কাছে আছে। এখানে টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না।’

তার সহযোগী তাসকিনের সাথে মাদক ব্যবসায়ে জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, ‘আমি সিগারেট পর্যন্ত খাই না, মাদক তো দূরের কথা। আমার বিরুদ্ধে বিগত সময়ে মাদকের কোনো নিউজ নাই। তাহলে আমি কিভাবে মাদকের ব্যবসা করব?’

এসব বিষয়ে জানতে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম সায়েদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এসআই/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুটেক্সের হলে ছাত্রলীগ, প্রতিবাদ করায় শিক্ষার্থীদের ওপর হামলা

সোমবার ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ

মেঘনা গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধ শতাধিক

পলিটেকনিক-বুটেক্স শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮ জন ঢামেকে

বুটেক্স ও ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

জাবিতে প্রাণরসায়ন ছাত্র সংসদের ভিপি বনি আমিন, জিএস ইমন

শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র পুরান ঢাকা

ববি শিক্ষার্থী রবিনের ‘ষোল আনা’

ওসির কথায় উজ্জীবিত হয়ে থানায় পিস্তল নিয়ে এলো চার শিশু

১০

কুরআন দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ বেরোবি দাওয়াহ সোসাইটির 

১১

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

১২

২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি ৬৩ লাখ ডলার

১৩

নিয়োগ দিচ্ছে আকিজ বেকারস, থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা

১৪

বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের যৌথ আক্রমণ, সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর, পরীক্ষা স্থগিত

১৫

ইবিতে হাতেনাতে আটক দুই চোর, পুলিশে সোপর্দ

১৬

পুরো সোহরাওয়ার্দী কলেজ এখন ধ্বংসস্তূপ: অধ্যক্ষ কাকলি

১৭

ইবির বঙ্গবন্ধু হলের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন উপাচার্য 

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১৮,০০০ বেতনে চাকরি জেন্টল পার্কে, যোগ্যতা এইচএসসি পাশ

১৯

খুলনা জেলা স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

২০