এডুকেশন টাইমস
১৭ আগস্ট ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন সরকারের প্রথম ব্যর্থতা আহতদের সুচিকিৎসা নিশ্চিত না করা: হাসনাত আবদুল্লাহ

এডুকেশন টাইমস ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ‘প্রথম ব্যর্থতা’ চিহ্নিত করার দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাঁর মতে, ব্যর্থতাটি হচ্ছে এখন পর্যন্ত আন্দোলন ঘিরে আহত ব্যক্তিদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত ও তাঁদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে দৃশ্যমান পদক্ষেপ আশা করেছেন তিনি।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চানখাঁরপুলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এর আগে তিনি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আবদুল কাদের হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তাঁদের সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রেজিস্ট্যান্স উইক–এ আজ আমাদের কর্মসূচি ছিল স্ট্যান্ড উইথ দ্য ইনজুরড। এর অংশ হিসেবে আমাদের ঢাকাকেন্দ্রিক সমন্বয়কদের বিভিন্ন দলে ভাগ করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছিল। আমি বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছি। অনেক দিন ধরেই আমরা আহতদের কাছে গিয়েছি, তাঁদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। কিন্তু আজকের দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি, সেটি নিদারুণ। আহতদের শরীরে বিদ্ধ বুলেটের যে ধরন, আমি মনে করি, এর তদন্তের প্রয়োজন রয়েছে। আহতদের দেখতে গিয়ে আমরা হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন দেখেছি।’

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে বেশ কিছুদিন হলো উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজ ঢাকার হাসপাতালগুলোতে আমরা যে চিত্র দেখেছি এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে খবর পেয়েছি, এত দিন আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা ও তাঁদের একটি পূর্ণাঙ্গ তালিকা করতে না পারাকে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই।’

এই সরকারের শুরুতেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পাইনি। কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তদের উচিত ছিল, যত দ্রুত সম্ভব আহতদের পাশে দাঁড়ানোর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। কিন্তু সেটি আমরা দেখিনি। সে জন্য এই সরকারের স্বাস্থ্য বিভাগের প্রতি আমরা নিন্দা জানাচ্ছি।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শহীদ ও আহতদের আত্মত্যাগের কারণেই আপনারা অন্তর্বর্তী সরকার হয়েছেন। তাই আপনাদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে তাঁদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো। আমরা আর বড় বড় গল্প শুনতে চাই না। এটা–সেটা করে ফেলব, শুনতে চাই না। আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। দেখতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান কী পদক্ষেপ নেয়। এ পর্যন্ত যেহেতু দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, সেই জায়গা থেকে তাঁদের জবাবদিহির জায়গায় আনার সময় হয়েছে।’

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববিতে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে মানবন্ধন, পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ

পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি

বঙ্গবন্ধু রেলসেতুতে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্রেন চলাচল

ম্যানেজার নেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

ডিআইইউতে প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

মেডিকেল ভর্তির নীতিমালা প্রকাশ, সেকেন্ড টাইমে কাটা যাবে ৩ ও ৬ নম্বর

ঢাবি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় শুধু সন্তানরা সুযোগ পাবেন, নাতি-নাতনিরা নয়

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

‘ইন্টারন্যাশনাল রোভার চ্যালেঞ্জ ২০২৫’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভারত যাচ্ছে রুয়েটের ‘টিম অগ্রদূত’

১০

পিঠাপুলি ও নাচে-গানে কুবিতে হেমন্ত উৎসব

১১

বিদেশি শিক্ষার্থীদের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

১২

আওয়ামী দুঃশাসনে হওয়া এমপি-মন্ত্রীদের সব সম্পদ বাজেয়াপ্তের দাবি ১৯ ছাত্র সংগঠনের

১৩

টাকা-সার্টিফিকেট-ল্যাপটপ সব লুট হয়ে গেছে : মোল্লা কলেজের অধ্যক্ষ

১৪

পুলিশের দুর্বলতা ছিল বলেই মোল্লা কলেজের ঘটনাটি সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ

১৫

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধ

১৬

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে আরও ৪৫ জনকে অন্তর্ভুক্ত

১৭

অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে সিটিটিসি

১৮

ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বললেন ওসি

১৯

নিয়োগ দিচ্ছে নিটোল মটরস, কর্মস্থল ঢাকা

২০