এডুকেশন টাইমস ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে চলমান এইচএসসির (উচ্চমাধ্যমিক) অবশিষ্ট পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে তাদের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড়ে তারা এ দাবি জানিয়ে মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীদের অবরোধের মুখে ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা দেওয়ার মন মানসিকতা শিক্ষার্থীদের আর নেই। সেজন্য যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার আলোকে বাকি পরীক্ষার ফল দিতে হবে। এইচএসসি ২০২৪ ব্যাচকে অবহেলা করা হচ্ছে।
এ সময় তারা ৪ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হচ্ছে-
১. জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন এইচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক পরীক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।
২. নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে ডিসেম্বর মাস চলে যাবে। এর ফলে সময় অপচয় হবে।
৩. বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। কারণ কোনো বোর্ড পরীক্ষা ৫-৬ মাস চলতে পারে না ।
৪. অবিলম্বে এইচএসসি পরীক্ষর্থীদের এই দাবি মেনে নিতে হবে।
এর আগে, একই দাবিতে শনিবার ফরিদপুরে মানববন্ধন করেন এইচএসসি পরীক্ষার্থীরা।
এসএস/
মন্তব্য করুন