শাবিপ্রবি প্রতিনিধি: দেশের চলমান বন্যায় দিশেহারা বন্যাকবলিত এলাকার মানুষ। এসব এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। দেশের এমন দুর্যোগময় পরিস্থিতিতে খাদ্য ও বিশুদ্ধ পানি নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষ। তবে পানি বহন করা কষ্টসাধ্য হওয়ায় বোতলজাত পানি দিয়ে পানির চাহিদা মিটানো সম্ভব হয়ে উঠছে না। এমন পরিস্থিতিতে পানিকে বন্যা দুর্গত এলাকায় সহজলভ্য করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীরা পানি বিশুদ্ধ করণের জন্য ফিটকিরি (ময়লা সরানোর জন্য) এবং জীবাণু নাশক লিকুইড( জীবাণু পরিষ্কার এর জন্য) তৈরি করেছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে রসায়ন বিভাগের শিক্ষার্থী ও দলের সদস্য আরাফাত আহমেদ সজীব।
তিনি জানান, ইতোমধ্যে তাদের তৈরিকৃত পানি বিশুদ্ধকরণ লিকুইড কয়েকটি সেচ্ছাসেবক দলকে প্রদান করেছে। তারা সেগুলো ত্রাণের সাথে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দিয়েছে। এছাড়াও কেউ যদি ত্রাণ নিয়ে এসব এলাকায় যায় তাহলে তাদের সাথে যোগাযোগ করলে পানি বিশুদ্ধকরণ লিকুইড নিতে পারবেন বলে জানিয়েছেন তিনি।
পানি বিশুদ্ধকরণ এই লিকুইডে রয়েছে, পটাশ এলাম (ফিটকিরি) ও সোডিয়াম হাইপোক্লোরাইডের ৫.২৫% দ্রবণ। যা একাধারে পানিতে বিদ্যমান ময়লা ও জীবাণু পরিষ্কার করে বলে জানিয়েছেন টিমের এই সদস্য।
এসএস/
মন্তব্য করুন