জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের একাংশের (বাবর গ্রুপ) বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে মারধরের পরিকল্পনার প্রতিবাদসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রশাসনিক ভবন, আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন রাস্তা দিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো হামলায় মদতদাতা শিক্ষকদের পদত্যাগ এবং সকল ধরনের দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক আহসান লাবিব বলেন, আমরা যখন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়ে একটা চাঁদাবাজহীন, নৈরাজ্যহীন সুন্দর ক্যাম্পাস করার চেষ্টা করছি তখনই আবার অছাত্ররা, রাজনীতিবিদরা ক্যাম্পাসে ঢুকে আগের মতো অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছে। আগের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু আমরা কখনোই আগের সংস্কৃতি ফিরিয়ে আনতে দিব না। যে সকল অছাত্ররা, সন্ত্রাসীরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সকলে মিলে আমরা রুখে দাঁড়াবো। নৈরাজ্য সৃষ্টি কারীদের কালো হাত ভেঙে দেয়া হবে।
তিনি আরও বলেন, আমরা খেয়াল করেছি হামলাকারী এবং মদতদাতা শিক্ষকরা এখনো তাদের সপদে বহাল রয়েছে। আমরা অতি দ্রুতই তাদের পদত্যাগ চায়। ছাত্রদলের বাবর গ্রুপ সমন্বয়কদের হামলা করার পাঁয়তারা করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানায়।
আরেক সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রশীদ জিতুকে যারা মারার পাঁয়তারা করছে তারাও ঠিক স্বৈরাচারের দোসর ছাত্রলীগ তার মতোই আরেক গোষ্ঠী হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে। এই ক্যাম্পাসকে আমরা আর কখনোই নিপীড়কের ক্যাম্পাস হতে দিব না। এমনকি তার বিরুদ্ধে যদি আমাদেরকে আবার রক্তক্ষয়ী আন্দোলনে ফিরে যেতে হয়, আমরা যাব। আমরা সব সময় প্রস্তুত আছি। সারা বাংলাদেশের ছাত্র রাজনীতির মাধ্যমে গড়ে ওঠা সহিংসতা আমরা আর দেখতে চাই না। বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মচারী কর্মকর্তা, সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা অতি দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ জাকসু তে ফিরে যেতে চায়। জাকসু তে ফিরে যাওয়ার মাধ্যমে ছাত্রদের সুস্থ রাজনীতির ধারা অব্যাহত থাকবে।
এসআই/
মন্তব্য করুন