এডুকেশন টাইমস
২৯ আগস্ট ২০২৪, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে দ্রুত উপাচার্য নিয়োগে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান

ছবি: সংগৃহীত

শাবিপ্রবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের চতুর্মুখী সংকট কাটিয়ে উঠতে অতি দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পাঠিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন বরাবর এ স্মারকলিপি পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক ও সাস্ট সায়েন্স অ্যারেনার সভাপতি মো. সিরাজুল হক আবির।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার ও আন্দোলনকে সমর্থন দিয়ে আসছে এবং শাবিপ্রবি ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নিরাপত্তার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, আলোচনা এবং তার বাস্তবায়নে সহায়তা করায় একনিষ্ঠ ভূমিকা পালন করেছে। ক্যাম্পাসে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অবাধ প্রবেশের হেতু সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে।  প্রসঙ্গত, উক্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে সাধারণ শিক্ষার্থীদের নিয়মবহির্ভূত বের করে দেওয়া হচ্ছে। পরিস্থিতির গভীরতা ও গুরুত্বের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের প্রথম ও প্রধান দাবি দ্রুততম সময়ের মধ্যে একজন সৎ, কার্যনিষ্ঠ ও মানবিক গুণের অধিকারী উপাচার্য নিয়োগ; যিনি এ বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিতিশীলতা দূরীকরণে মুখ্য ভূমিকা পালন করবেন।

স্মারকলিপিতে আরো বলা হয়, এছাড়া একটি নিরপেক্ষ শিক্ষার্থীবান্ধব প্রশাসনিক কাঠামো ও শিক্ষার মান উন্নয়নেও সুদৃষ্টি স্থাপন করবেন। সবশেষে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে রাজনৈতিক দলীয়করণ ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা ও তদুপরি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যা একটি বৈষম্যহীন শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ ও যথাযথ ভাবমূর্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করবে। অনতিবিলম্বে শাবিপ্রবিতে একজন নিরপেক্ষ উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণে সহায়তা করবেন।

/ইএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১০

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১১

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১২

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৩

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৪

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৫

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৬

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৭

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৯

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

২০