গবি প্রতিনিধি: বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ট্রাস্টিরা। নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি এক দিনের বেতন ত্রান তহবিলে প্রদান করবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রাণহানীসহ প্রায় ৫০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাদুর্গত এলাকায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। উক্ত কার্যক্রমের অংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আগস্ট মাসের একদিনের বেতন গণস্বাস্থ্য ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
জানা যায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হিসাব বিভাগকে কর্তৃপক্ষের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান মোখলেসুর রহমান জানান, বন্যা কবলিত অঞ্চলের মানুষদের প্রতি সমবেদনা জানাচ্ছি। অনেকে অনেক কিছু দিচ্ছে, সে তুলনা আমাদের একদিনের বেতন কিছুই না। আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি। যতটুকু সম্ভব আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগ পৃথকভাবে বন্যার্তদের জন্য শুকনা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছেন। এছাড়াও নয়টি বিভাগ ও দুইটি সংগঠন ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বন্যার্ত এবং পানি বন্দি মানুষদের সহযোগিতায় সম্মিলতভাবে প্রায় এক হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত রেখেছে৷
এসএস/
মন্তব্য করুন