এডুকেশন টাইমস ডেস্ক: বন্যাকবলিত দেশের দুই জেলার গবাদিপশুর জন্য ত্রাণ হিসেবে প্রায় ৬ টন পশুখাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ও গবাদিপশুর ত্রাণ বিষয়ক অন্যতম সমন্বয়ক রাকিব রনি।
জানা গেছে, জরুরি ভিত্তিতে বন্যা কবলিত এলাকায় চারটি সেবা দেবেন বাকৃবির শিক্ষার্থীরা। অসুস্থ প্রাণিগুলোকে প্রাথমিক চিকিৎসা দেওয়া, যেসব প্রাণির ডায়রিয়া, ইলেক্ট্রোলাইটের ঘাটতি, পুষ্টি সমস্যা তাদের রুচিবর্ধক এবং ভিটামিন ও মিনারেল সাপ্লাই দেওয়া, পশুখাদ্য সরবরাহ ও পরবর্তীতে খামারিদের কোনো সমস্যা হলে টেলিমেডিসিন সেবা দেওয়া।
সমন্বয়ক রাকিব রনি বলেন, দেশের কৃষি শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ খ্যাত বাকৃবির শিক্ষার্থী হিসেবে শুধু মানুষ নয়, আমরা প্রাণীদের পাশেও দাঁড়াবো। সে ক্ষেত্রে আমরা একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি।
তিনি বলেন, ২৮ আগস্ট রাতে বাকৃবির একটি প্রতিনিধি দল ৩ টন পশুখাদ্য নিয়ে ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় এবং ৩০ আগস্ট আরেকটি প্রতিনিধি দল আড়াই টন পশুখাদ্য নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গিয়েছে। বাকি অর্ধটন পশুখাদ্য দেশের অন্যান্য বন্যা কবলিত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে রাকিব রনি বলেন, সংগৃহীত পশুখাদ্যের সবচেয়ে বড় যোগানদাতা সিপি বাংলাদেশ। এছাড়া ইনোভা, মিনার এগ্রো এবং লোকাল কিছু পেট কোম্পানি পশুখাদ্য পাঠিয়েছে। এছাড়া স্কয়ার, একমি, এসিআই, এসকেএফ এবং বায়োল্যাব ওষুধের যোগান দিয়েছে।
এসএস/
মন্তব্য করুন