চবি প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া ও ফরহাদ হোসেনের নামে উৎসর্গ করে বিভাগটির সিলেবাস প্রকাশিত হয়েছে।
সোমবার (২ আগষ্ট) এ সিলেবাস প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ সিলেবাসের ৩য় পৃষ্ঠায় শহীদ হৃদয় তরুয়া ও শহীদ ফরহাদের ছবি ছাপানো হয়েছে। ছবির উপরের অংশে ইংরেজিতে লিখা হয়, DADICATED TO THE MEMORY OF TWO MARTYRED STUDENTS OF OURS WHO SACRIFICED THEIR LIVES IN THE ‘ANTI DISCRIMINATION STUDENTS MOVEMENT -2024
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল করতে নিজেদের জীবন বিলিয়ে দেয়ায় শহীদ দুই শিক্ষার্থীর স্মৃতি ধরে রাখতে বিভাগের একাডেমিক কমিটির সভায় সকল শিক্ষকের সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগটির প্রভাষক মোহাম্মদ নুরুল হামিদ (কানন)।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ইতিহাস বিভাগের ২ শিক্ষার্থী শহীদ হয়েছেন। তাদের এ আত্মত্যাগকে স্মৃতি হিসেবে ধরে রাখতেই আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি। শহীদ হৃদয় তড়ুয়া ও শহীদ ফরহাদ আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয়। ওইদিন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়।
অন্যদিকে গত ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে নিহত হন শহীদ ফরহাদ হোসেন।
এসএস/
মন্তব্য করুন