হাবিপ্রবি প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসক হিসেবে নয়, সেবক হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
তিনি বলেন, ‘২০০৯ সালে প্রধানমন্ত্রী দ্বিতীয়বার সরকার গঠনের পর থেকে শুদ্ধাচার তথা রাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে কতটা স্বচ্ছ করা যায়, তা নিয়ে কাজ করছেন। এটির প্রধান লক্ষ্য হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। এর ধারাবাহিকতায় প্রশাসনে গতিশীলতা নিয়ে আসার লক্ষ্যে ই-নথি বাস্তবায়নের পর, বর্তমানে ডি-নথির মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হচ্ছে। ফলে অফিস ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী শাসক হিসেবে নয়, সেবক হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন। আমাদের প্রত্যেককে একই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রশাসনে একসময় লাল ফিতার দৌরাত্ম্য ছিল, যা থেকে মুক্তি দিয়েছে ডি-নথি। ডি-নথির মাধ্যমে যেকোন সময় যেকোন স্থানে থেকেই অফিসের কাজ করা যায়। এর মূল উদ্দেশ্য প্রশাসনে গতিশীলতা নিয়ে আসা। ফলে কোথাও কোন ফাইল আটকে রাখার সুযোগ নেই। ফাইলের সাথে জড়িত সকলেই এটি ট্র্যাকিং করতে পারেন।’
শনিবার (২৩ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের আইআরটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত ‘অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
দিনব্যাপী কর্মশালার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)। কর্মশালায় সভাপতিত্ব করেন আইআরটির পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ এবং সঞ্চালনা করেন আইআরটির সহযোগী পরিচালক প্রফেসর ড. সুলতান মাহমুদ। এ সময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা ও বিভাগীয় প্রধান এম. আমিনুর।
এএআর/
মন্তব্য করুন