এডুকেশন টাইমস
১৬ সেপ্টেম্বর ২০২৪, ২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাবিপ্রবি থেকে উপাচার্য নিয়োগের দাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের 

ছবি: সংগৃহীত

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)  উপাচার্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নিজ  বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ প্রদানের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শাবি ছাড়া অন্য বিশ্ববিদ্যালয় থেকে পদায়ন কোনভাবে কাম্য ও গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক  অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দশকের বেশি সময় আগে প্রতিষ্ঠিত শাবিপ্রবি সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সংগ্রাম ও দাবি-দাওয়ার ফসল। বিশ্ববিদ্যালয়টি শুরু থেকে সিলেট অঞ্চল সহ সারা দেশের উচ্চশিক্ষার বিকাশে অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে। অত্র বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক পূর্ন কর্মজীবন শেষে অবসর গ্রহণ করা সহ বর্তমানে ৫০০ এর অধিক সংখ্যক শিক্ষক বিভিন্ন স্তরে কর্মরত আছেন। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষক গ্রেড-১ অধ্যাপক পদে থাকার পরও সূচনালগ্ন থেকে অদ্যাবধি শাবিতে পূর্ণ কর্মকাল দায়িত্ব পালন করা কাউকে ভিসি পদে নিয়োগ প্রদান করা হয়নি।

পূর্বে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি পদে নিয়োগ প্রদান করার মাধ্যমে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা ও সম্মানের প্রতি এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। শাবিপ্রবি ছাড়া অন্যকোন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক ভিসি হওয়া এবং তাঁদের পক্ষে বিশ্ববিদ্যালয়কে যথাযথভাবে আপন করে নিতে না পারার কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বিভিন্ন সময় মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরো জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় পরবর্তী সময়ে শাবিসহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসররা পদত্যাগ করতে বাধ্য হয়। বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসিসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করে শিক্ষার কার্যক্রম সচল করা হলেও শাবিতে এখনও কোন নিয়োগ প্রদান করা হয়নি। এমতাবস্থায় শাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সম্মান বৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে শাবিতে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে এমন এক ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগ প্রদান করার দাবি জানাচ্ছে যে, তিনি হবেন সৎ, দক্ষ, বৈষম্যবিরোধী ও বিগত ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সহযোগী। এমন অধ্যাপক হবেন যার অতীত কর্মকাণ্ড নিয়ে নেই কোন বিতর্ক এবং তিনি হবেন দলমত নির্বিশেষে সকল শিক্ষক- শিক্ষার্থী বান্ধব।

এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলকে শাবিপ্রবির সার্বিক পরিস্থিতি বিবেচনা পূর্বক আতিসত্ত্বর ভিসি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ প্রদান করার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। এক্ষেত্রে শাবি ছাড়া অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে কাউকে পদায়ন কোনভাবে কাম্য ও গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০