এডুকেশন টাইমস
১৭ সেপ্টেম্বর ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘খেলার ঐক্যকে জাতীয় ঐক্যে রুপান্তরিত করতে হবে’; ক্রীড়া উপদেষ্টা

রাবি প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এগারোজন মাঠে খেললেও আমরা ১৮ কোটি মানুষ এক হয়ে যেতে পারি। সেটাকে আমাদের জাতীয় শক্তিতে রুপান্তর করতে হবে। সেই স্পিরিটটাকে কাজে লাগিয়ে আমাদের দেশ গড়ার যে লড়াইটা সেটা চালিয়ে যেতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাবি বনাম রুয়েটের মধ্যে প্রীতি ফুটবল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমাদের এই সরকারের একটা চরিত্র হচ্ছে এখানে যুবকরা আছে আবার প্রবীনরাও আছে। এখানে কিন্তু প্রবীণরা কোনো ভাবেই যুবকদের থেকে পিছিয়ে নেই।

ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য। তিনি ক্রীড়া ব্যক্তিত্ব নন তবে খেলাধুলার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার একটা প্রভাব রয়েছে। তিনি অলিম্পিকে মশাল বাহক ছিলেন।

আনন্দ প্রকাশ করে তিনি বলেন, আমরা অভ্যুথানের পরে দুইটা বড় জাতীয় অর্জন পেয়েছি। একটা পাকিস্তানের সাথে আমরা টেস্ট সিরিজ জয় করেছি। আর সার্ফ অর্নুদ্ধ-২০ এ চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের জন্য ভাগ্যই বলা যায়। কারণ আমরা বেশি কাজ করার সুযোগ পাইনি। কিন্তু এর ধারাবাহিকতা যেন থাকে সে জন্য আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কাজ করে যাবো। স্পোর্টসের জন্য আমরা কাজ করে যাবো কিন্তু অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। ইদানীং দেখা যাচ্ছে স্মার্টফোনে আসক্তিসহ বিভিন্ন দিকে আমরা চলে যাচ্ছি। তাই আমাদের নিজেদের জায়গা থেকে অংশগ্রহণ করতে হবে খেলাধুলাতে।

সভাপতির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, দুই দলের খেলা দেখে আমি খুবই আনন্দিত। দুইদলই ভালো খেলেছেন। রাবির ফুটবল টিমকে জয়ী হওয়ার জন্য অভিনন্দন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক, রুয়েট ছাত্রকল্যাণের পরিচালকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় রাবি বনাম রুয়েটের প্রীতি ফুটবল ম্যাচ। সেখানে ২-০ গোলে জয় লাভ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগোরায় চাকরি, সাপ্তাহিক ছুটি ২ দিনসহ দেবে নানান সুবিধা

ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একাদশ ব্যাচ

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

১০

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

১১

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

১২

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

১৪

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১৫

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১৬

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১৭

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৮

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৯

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

২০