এডুকেশন টাইমস
২১ সেপ্টেম্বর ২০২৪, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাস্ট ক্যারিয়ার ক্লাব আয়োজিত ট্যালেন্ট হান্টের সেরা দশে যারা

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাবের’ উদ্যোগে শেষ হয়েছে ‘সাস্টসিসি ট্যালেন্ট হান্ট-২০২৪’ প্রতিযোগিতা।

এবছর ‘সাস্টসিসি ট্যালেন্ট অফ দ্য ইয়ার’ হিসেবে সেরা তিনে জায়গা করে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী বিধান কুণ্ডু প্রতীক, অর্থনীতি বিভাগের প্রীতম সাহা ও সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সুমাইয়া রহমান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে এ তালিকা প্রকাশ করা হয়।

সেরা দশে জায়গা পাওয়া অন্যান্যরা হলেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবিদা সুলতানা জেবা, পরিসংখ্যান বিভাগের মো. এরফান হোসেন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ফাতিন আনজুম আনুজা, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. নাদির-উজ-জামান নায়েফ, সমাজবিজ্ঞান বিভাগের মাহমুদ আল হাসান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের তাহমিদ হাসান সামিত ও পরিসংখ্যান বিভাগের তাসমিয়া তাহিরা আলম।

সংগঠনটির সুত্রে জানা যায়, শাবির ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গত ১৩, ১৪, ও ১৬ সেপ্টেম্বর অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি রিটেন, ভাইভা এবং প্রেজেন্টেশন এই তিনটি ধাপে সম্পন্ন করা হয়। প্রথম ধাপে মোট ৪৫০ এর অধিক শিক্ষার্থীদের মধ্যে বাছাইকৃত ২০০ জনকে দ্বিতীয় ধাপের জন্য মনোনীত করা হয়। মৌখিক ভাইভার মাধ্যমে দ্বিতীয় ধাপ শেষে ৪৫ জনকে ডিপার্টমেন্টাল এক্সিকিউটিভ মেম্বার হিসেবে নির্বাচিত করা হয় এবং ১০ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

মৌখিক ভাইভা থেকে ৬০ জন বাছাই করা হয় তৃতীয় ধাপের জন্য। লিখিত পরীক্ষায় আইকিউ টেস্ট, সাইকোলজি, জেনারেল নলেজ, এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এই চারটি বিষয়ে প্রশ্ন করা হয়। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কথা বলার ধরন ও প্রাসঙ্গিকতা, ভাষার দক্ষতা উপর গুরুত্ব দেয়া হয়। প্রতিযোগিতার তিনটি ধাপ শেষে সর্বোচ্চ স্কোরধারীদের মধ্য থেকে ‘সাস্টসিসি ট্যালেন্ট অফ দ্য ইয়ার’ ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় সেরা ১০জন ছাড়াও অসাধারণ প্রতিভার প্রমাণ রাখায় অনারেবল মেনশন হিসেবে অয়ন কুমার মন্ডল (সিইপি), শাকিলা সুলতানা মিমি (পরিসংখ্যান), রাইনা খন্দকার রাখি (এফইটি), রাবিতা হাসনান (জিইবি), নাফিসা তাসনিমকে (অর্থনীতি) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা প্রদান এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাছাইপর্ব অনেক প্রতিযোগিতামূলক ছিল বলে জানান সাস্ট ক্যারিয়ার ক্লাব ।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গনহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০