শাবিপ্রবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকায় সাড়ে ৪টার দিকে এই অবস্থান কর্মসূচি পালন করে।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্পষ্ট করে বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের দলীয় ব্যানারে রাজনীতি বন্ধ করতে হবে। এসমসয় তারা বলেন, এই দলীয় লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতির বলি হয়েছেন বুয়েটের ছাত্র আবরার ফাহাদ। আমরা আর কোন দলীয় রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখতে চাই না।
এসময় শিক্ষার্থীরা বলেন, আগামিকাল বিশ্ববিদ্যালয় নব-নিযুক্ত উপাচার্য যোগদান করবেন। উপাচার্যের কাছে আমাদের প্রথম দাবি থাকবে বিশ্ববিদ্যালয় থেক্ব দলীয় সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবুল ইসলাম পবন, স্তাপত্য বিভাগের মুনতাসির মাহিন, বন ও পরিবেশ বিদ্যা বিভাগের তাওসিয়া তাকিয়া ও শুভ সরকার সূর্য প্রমূখ।
এসএস/
মন্তব্য করুন