শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকজন নিরপরাধ শিক্ষার্থীর নাম হামলায় মামলায় আসায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাবিপ্রবি শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এই স্মারকলিপি প্রদান করে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ জানায় যারা নিরপরাধ আছে তদন্তসাপেক্ষ তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করা। পাশাপাশি নিরপরাধ কোন শিক্ষার্থী যেন হয়রানি মূলক অবস্থায় না পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেদিকে খেয়াল রাখার দাবি জানায় তারা।
স্মারকলিপিতে বলা হয়, গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে শাবিপ্রবির ৩১ শিক্ষার্থীর উপর মামলা করা হয়। যেখানে সাক্ষী হিসেবে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে রাখা হয় । তবে এই বিষয়ে সাক্ষী অবগত নয়। এছাড়া এখানে নিরপরাধ কয়েকজনকে আসামি করা হয়েছে।
স্মারকলিপিতে আরো বলা হয়, শিক্ষার্থী হিসেবে আমরা সবসময় শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষাগ্রহণের পক্ষে এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের নির্দোষ সহপাঠীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি তাদের জন্য মিথ্যা হয়রানি এবং মানসিক চাপ সৃষ্টি করছে। যা তাদের শিক্ষা জীবনে গুরুতর প্রভাব ফেলবে।
এএকে /
মন্তব্য করুন