বুটেক্স প্রতিনিধি: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বুটেক্স ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত টেক্সটাইল বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠিত হয় ‘টেক্সপার্টিস-Texpertise’।
বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় অনুষ্ঠিত আয়োজনে টেক্সটাইল প্রতিষ্ঠান টেক্সফাস্টেনার্স-এর প্রতিনিধিরা টেক্সটাইলের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের চাকরির জন্য সিভি জমা নেন।
প্রোগ্রামটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন। এছাড়া অতিথি হিসাবে ছিলেন টেক্সটাইল প্রতিষ্ঠান টেক্সফাস্টেনার্সের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সহকারী সহসভাপতি আলমগীর সোহাগ, হেড এইচআর মোহাম্মদ আল আমিন, বিজনেস এক্সসিলেন্সের সিনিয়র ম্যানেজার কুমার অভিষেক এবং মার্কেটিংয়ের রিফাত আহমেদ।
অনুষ্ঠানে মোহাম্মদ আল আমিন বলেন, ভালো বেতনে টেক্সফাস্টেনার্সে চাকরীর সুযোগ রয়েছে। তিনি বলেন, অনুষ্ঠানে সিভি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে সংক্ষিপ্ত লিস্ট করে আপনাদের ডাকা হবে এবং লিখিত ও ভাইবার মাধ্যমে সরাসরি যোগ দিতে পারবেন। সিভি থেকে দুইজনকে মার্কেটিংয়ের নিয়োগ দেওয়ার নিশ্চয়তা দেন।
এছাড়া প্রোগ্রামে আমন্ত্রিত অতিথিরা টেক্সটাইলের টেকসই উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচলা করেন। পানি ছাড়া কিভাবে জিপার, বাটন তৈরি করা যায়, কিভাবে টেকসই ফিনিশিং করা যায় সেসব বিষয়ে আলোকপাত করেন বক্তারা।
বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো: জাহিদুল ইসলাম আকাশ বলেন, শিক্ষার্থীদের ভার্সিটি কারিকুলাম ও ইন্ডাস্ট্রির মধ্যকার গ্যাপ পূরণে সেতুবন্ধন হিসেবে কাজ করে বুটেক্স ক্যারিয়ার ক্লাব। শুধু স্কিল ডেভেলপমেন্ট নয়, ক্যাম্পাসে থাকা অবস্থায়ই জব প্লেসমেন্ট নিয়েও কাজ করছে এই ক্লাব। আজকে টেক্স ফাস্ট্যানার এসেছে ক্যাম্পাস থাকাবস্থায়ই ফ্রেশ গ্রাজুয়েটদের সরাসরি চাকরি দিতে। তারা সরাসরি সিভি নিচ্ছে এবং সিভি লিংকটা খোলা রাখা হচ্ছে, যাতে আজকে যারা সিভি দিতে পারেনি তারা দিতে পারবে। ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের জন্য কাজ করে। সবার সহযোগিতায় এত সুন্দর প্রোগ্রামটা আয়োজন করা সম্ভব হয়েছে। বুটেক্স ক্যারিয়ার ক্লাব সামনে আরো এ ধরনের প্রোগ্রাম আয়োজনের ধারা অব্যাহত রাখবে ।
বুটেক্স ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান বলেন, বুটেক্সের শিক্ষার্থীদের সকল সেক্টর ওপেন আছে। শিক্ষার্থীদের কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে গেলে ভালো সেই দিক নির্দেশনা দিতে বুটেক্স ক্যারিয়ার ক্লাব বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে।আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে অথবা অর্গানাইজেশন থেকে টেক্সটাইল বিশেষজ্ঞদের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম বা সেমিনার আয়োজন করে থাকি। বুটেক্স ক্যারিয়ার ক্লাব সবসময়ই চেষ্টা করে যারা নতুন গ্রাজুয়েশন শেষ করেছে তাদের সিভি জমা নেওয়ার মাধ্যমে ক্যাম্পাস রিক্রুইটমেন্টের ব্যবস্থা করার। এছাড়া শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আরো নানা ধরনের প্রোগ্রাম আয়োজন করে বুটেক্স ক্যারিয়ার ক্লাব।
প্রোগ্রামে আরো ছিলো প্রশ্নোত্তর পর্ব। যেখানে অতিথিদের প্রশ্ন করে তাদের কাছ থেকে টেক্সটাইলের বিভিন্ন বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ পায় শিক্ষার্থীরা। এছাড়া উপস্থিত সকলের জন্যই থাকে কুইজ প্রতিযোগিতা। এতে বিজয়ীদের টেক্সফাস্টেনার্সের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
এসএস/
মন্তব্য করুন