এডুকেশন টাইমস
১ অক্টোবর ২০২৪, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেমিস্টারের আবেদন ও সনদ উত্তোলনে ভোগান্তি হ্রাসে কুবিতে গণস্বাক্ষর

ছবি: সংগৃহীত

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের প্রতিটি সেমিস্টারের আগে সেই মান্ধাতা আমলের রীতি অনুযায়ী ব্যাংকে টাকা জমা প্রদান, আবেদন ফরম পূরণ করা এমনকি সেই আবেদন ফর্ম ও ব্যাংক রশিদ হল প্রভোস্টের মাধ্যমে স্বাক্ষর করিয়ে নিজ নিজ বিভাগে জমা দিতে হয়। তাছাড়া সনদ উত্তোলনকালেও একই প্রক্রিয়া অনুসরণ করতে হয় শিক্ষার্থীদের।

তথ্য প্রযুক্তির অগ্রগতির যুগে ওই মান্ধাতার আমলের রীতি বদলে দিয়ে যুগোপযোগী ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনের দাবি জানিয়ে মঙ্গলবার (১ অক্টোবর) শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি করেছে। গণস্বাক্ষর কর্মসূচি শেষে যুগোপযোগী ওয়েবসাইট তৈরির দাবি জানিয়ে রেজিস্ট্রার বরাবর আবেদন প্রদান করেছে শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শামসের তাবরিজ চৌধুরী বলেন, “আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে প্রায় দুই দশক হতে চলছে, অথচ এখন পর্যন্ত সেই এনালগ পদ্ধতিতেই সেমিস্টারের আবেদন কার্যক্রম ও সনদ উত্তোলনে ভোগান্তি পোহাতে হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ডিজিটাল পদ্ধতিতে সেমিস্টার ফাইনালের আবেদন ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধের পদ্ধতি চালু করা এখন সময়ের দাবি।”

তিনি যোগ করে আরও বলেন, “প্রত্যেক টা শিক্ষার্থীর জন্য আলাদা প্রোফাইল তৈরি করে সমস্ত তথ্য ও পজিশন, একাডেমিক ও বিশ্ববিদ্যালয় ভিত্তিক যাবতীয় বিষয়াদি সংবলিত একটি সাইট তৈরি করা উচিত। ফলে এই যুগোপযোগী ওয়েবসাইট তৈরির উদ্যোগ গ্রহণের দাবিতে আজকে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করি। এই কর্মসূচিতেও সাধারণ কুবিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। পরবর্তীতে আমরা গণসাক্ষর গুলো সংযুক্তি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছি।”

গণস্বাক্ষর কর্মসূচি ও আবেদন জমা দেওয়ার প্রেক্ষিতে রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বলেন, “আমরা একটি আবেদনপত্র পেয়েছি। আবেদনটি আইটি সেলের কাছে পাঠিয়েছি। তারা বিষয়টি দেখবে।”

বর্তমানে শিক্ষার্থীদের যে কোনো ফি জমা দেয়ার জন্য শিক্ষার্থীদের সরাসরি ব্যাংকে উপস্থিত হতে হয়। ভোগান্তি নিরসন ও সময় সাশ্রয়ের লক্ষ্যে এবং শিক্ষার্থীরা যাতে অনলাইনে টাকা প্রদান করতে পারে সেইজন্য ২০২৩ সালের আগস্ট মাসে সোনালী ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের এক বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও অনলাইনের টাকা প্রদানের কোনো কার্যক্রম এখনো দেখা যায়নি। কবে নাগাত শিক্ষার্থীরা অনলাইনে টাকা প্রদান করতে পারবে এই প্রশ্নের প্রেক্ষিতে রেজিস্ট্রার বলেন, “এটি এখনো প্রক্রিয়াধীন। একটা বিষয় প্রক্রিয়াধীন থাকলে একটু সময় লাগবেই। ব্যাংক কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে বলা যাবে কতদিন লাগতে পারে।”

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একাদশ ব্যাচ

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

১০

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

১১

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

১৩

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১৪

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১৫

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১৬

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৭

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৮

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৯

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

২০