এডুকেশন টাইমস
৪ অক্টোবর ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আনন্দমুখর পরিবেশে জাককানইবিতে হলো গুরুভোজ কর্মসূচি

জাককানইবি প্রতিনিধি: স্বৈরাচারী সরকারের প্রথম এবং বাংলাদেশের নতুন স্বাধীনতার উদযাপন উপলক্ষে আনন্দ-ভোজ অর্থ্যাৎ গরুভোজের আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ৩০ এর অধিক স্বেচ্ছাসেবকের দীর্ঘ প্রচেষ্টায় আনন্দভোজে অংশগ্রহণ করে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী।

আজ ৪ অক্টোবর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গরুভোজের আয়োজন করে শিক্ষার্থীরা। তবে টানা বর্ষণ এবং বৈরী আবহাওয়ার কারণে সেখানে কর্মসূচি আয়োজন করতে ব্যর্থ হয় আয়োজক কমিটি। আবহাওয়া প্রতিূকলতার কারণে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের মনে তৈরি হয় আশংকা। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ এবং বঙ্গবন্ধু হলের নিচে আয়োজন করা হয় গরুভোজ কর্মসূচির।

আবহাওয়া প্রতিকূলতার মাঝেও এমন ধরনের আয়োজন সম্পন্ন করতে পেরে সহযোগী সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আহসান হাবীব বলেন, আনন্দভোজের আয়োজন করতে গিয়ে বন্ধু, সিনিয়র, বিশেষ করে জুনিয়রদের অসম্ভব ভালো সাড়া পেয়েছি। প্রথম দিকে ৪০০ জনের অংশগ্রহণ নিয়ে ভাবলেও শেষদিনে এসে সেটি দাঁড়ায় প্রায় ৬০০ জনে। এতবড় আয়োজন করার অভিজ্ঞতা অবশ্য আগেও ছিল, গণইফতার আয়োজন, তবুও এই আয়োজনটা ঘিরে ভালোই চিন্তিত ছিলাম আমরা। আলহামদুলিল্লাহ, অনেক সংকট ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও একটি সন্তোষজনক আয়োজন করতে পেরেছি বলে বিশ্বাস করি।

অবশ্য আমাদের পরিকল্পনা ছিল কেন্দ্রীয় মাঠে বসে ৬০০ জন একসঙ্গে খাওয়া। কিন্তু গতকাল বিকেল থেকে ক্রমাগত বৃষ্টির কারণে এ আয়োজন সম্ভব হয়নি। একটা উম্মুক্ত স্থানে গরু জ/বাইয়ের প্ল্যান রাখলেও তা করতে হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের গ্রাউন্ড ফ্লোরে। এরপর পরিবর্তিত সূচি অবুযায়ী ওই স্থানেই বসার ব্যবস্থা করার সম্পূর্ণ প্রস্তুতি থাকলেও আবারও অঝোর বৃষ্টিধারা বাঁধা হয়ে দাঁড়ালো। তাই বাধ্য হয়ে বঙ্গবন্ধু হলের ডাইনিংয়েই বিতরণ ও কিছুসংখ্যক স্টুডেন্টের বসার ব্যবস্থা করা হলো। সন্তোষজনক কথা এই যে, আমাদের ক্রমাগত সূচি ও স্থান পরিবর্তন নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না। আমাদের সঙ্গে স্বতস্ফুর্তভাবে ভোলান্টিয়ার হিসেবে যোগ দিয়েছে প্রায় ৩৫/৪০ জন শিক্ষার্থী। গত কয়েকদিন ধরে তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই সফল আয়োজন উপস্থাপিত হলো। তাদের কৃতজ্ঞতা জানাই।

আয়োজক কমিটির এ ধরনের ব্যতিক্রমি আয়োজনে শিক্ষার্থীদের মনে ও বেশ আনন্দ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে এমন ধরনের আয়োজনের অভ্যর্থণা জানিয়ে এবং আগামীতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়ে পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ত্বকি হাসান শুভ বলেন, যারা সত্যিকার অর্থেই পরিশ্রম করেছে এবং যারা এতো চমৎকার একটি আনন্দ ভোজের আয়োজন করেছে তাদের জন্য মন থেকে দোয়া এবং প্রতিবছর এ ধারা যেন অব্যাহত থাকে সেজন্য অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য যে, জাতি,ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে লাগাতার কর্মসূচি এবং আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার।তাই শিক্ষার্থীদের এ বিজয়কে স্মরণীয় করে রাখতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় আনন্দভোজ কর্মসূচির। তবে মুসলিম ধর্মতাবলম্বীরা ছাড়াও যাতে অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থাও করা হয়।এতে হিন্দু মুসলিম সহ সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে বেশ আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয় সকলের বহুল আকাঙ্ক্ষার আনন্দভোজ কর্মসূচি।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকল টিভি চ্যানেলে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ 

নিটল মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করছে ইমদাদ-সিতারা খান ফাউন্ডেশন

পুতিনের তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি  

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিরোধে শেখ হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

১০

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

১১

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

১২

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

১৩

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

১৪

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১৫

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১৭

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৮

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৯

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

২০