এডুকেশন টাইমস
১৪ অক্টোবর ২০২৪, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুবিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘টেডএক্স’

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে টেডএক্স। ২০২৫ সালের শুরুর দিকে এই আয়োজন হবে বলে সোমবার (১৪ অক্টোবর) নিশ্চিত করেছে এবারের আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী খান মুহাম্মদ সালেহ।

আয়োজক সূত্রে জানা যায়, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয় থেকে আয়োজক টিম রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু হবে। স্পিকার লাইনআপ, রেজিস্ট্রেশন ও টিকিটসহ সকল বিবরণ ধীরে ধীরে উন্মোচন করা হবে৷ গতবারের ধারাবাহিকতায় এবারও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধিতে মূল্যবান অবদান রাখা ব্যক্তিদেরকে নিয়েই স্পিকার লাইনআপ সাজানো হবে বলে আশা ব্যক্ত করেন টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-এর আয়োজকরা৷

টেডএক্স হল একটি তৃণমূল উদ্যোগ যা টেড-এর সামগ্রিক মিশনের চেতনায় তৈরি করা হয়েছে। ইভেন্টের মাধ্যমে টেডএক্স বিশ্বব্যাপী টেড-এর চেতনা ছড়িয়ে দেয়। টেডএক্স-এর ইভেন্টগুলির মধ্যে লাইভ স্পিকার এবং টেড টক অন্তর্ভুক্ত রয়েছে। এই ইভেন্টগুলি টেড দ্বারা নিয়ন্ত্রিত হয় না, কিন্তু তাদের ইভেন্ট বিন্যাস মেনে চলতে সম্মত হন এবং কিউরেশন, স্পিকার কোচিং, ইভেন্ট আয়োজন এবং আরও অনেক কিছুর জন্য নির্দেশিকা দেওয়া হয়। বর্তমানে তাদের ৩ হাজারেরও বেশি ইভেন্ট বার্ষিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

২০২৫ এর টেডএক্স আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার খান মুহাম্মদ সালেহ বলেন, ‘২০২৩ সালে আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো টেডএক্স আয়োজনের সুযোগ পায়। সেবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও গেস্ট হাউজ না থাকায় ভেন্যু, একোমোডেশন সহ নানান ধরণের জটিলতায় আমাদেরকে পড়তে হয়েছে। তাও সকল বাধা-বিপত্তি পেরিয়েও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম টেডএক্স ইভেন্ট একটা সফল ইভেন্ট ছিলো। সেই পরম্পরা রক্ষা করেই আমরা ২০২৫ এর প্রথমাংশেই আয়োজন করতে চলেছি টেডএক্স- এর দ্বিতীয় ইভেন্ট। আমাদের লিমিটেশনগুলো কাটিয়ে উঠে সবাইকে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারবো, এই আশাই রাখছি। শুধুমাত্র অংশগ্রহণকারীদের জন্যেই না, পুরো বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্যে একটা মনে রাখার মত ইভেন্ট হয়ে থাকবে এবারের টেডএক্স।’

টেডএক্স কুবির প্রথম আয়োজনের লাইসেনন্সি এবং লিড অর্গানাইজার মহিউদ্দীন খান মাহিন জানান, এ বছর নতুনরুপে টেডএক্স আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৮টি ভিন্ন আবেদন জমা পড়েছিলো টেড ইন্টারন্যাশনালের কাছে। এর মধ্য থেকে গত ১৮ জুলাই একটি আবেদন অনুমোদন করে টেড ইন্টারন্যাশনাল৷ তারই মাধ্যমে কুবিতে ২য় দফায় আয়োজনের লাইসেন্স মঞ্জুর করে সংস্থাটি।

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, টেডএক্স সিওইউ ২০২৩ আমাদের ক্যাম্পাসে মানসম্মত ইভেন্টের একটি নতুন যুগের সূচনা করে গেছে। আমরা এখন বিদায় নিচ্ছি এবং নতুন আয়োজকদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছি। আমার বিশ্বাস, আমাদের পরবর্তী টিম উত্তরসূরি হিসেবে এই মান বজায় রাখবে এবং ক্যাম্পাসভিত্তিক ইভেন্টগুলোকে অন্য এক মানদন্ডে নিয়ে যাবে এবার।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মত ‘টেডএক্স’ অনুষ্ঠিত হয়।

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০