জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য আর নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দূর্নীতি দমন কমিশন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়াও সম্প্রিতি তার বসবাসরত রুমে গুচ্ছ ভুক্ত ২৪ বিশ্বিবদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওএমআর শিট পাওয়া গেলে আবারও আলোচনা উঠে তুঙ্গে।
তাই সৌমিত্র শেখরের আমলে নিয়োগকৃত শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে অনিয়ম খুঁজতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হুদাকে আহ্বায়ক এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. আশরাফুল আলমকে সদস্য সচিব করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানদের নিয়ে ১১ সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উক্ত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই করে রিপোর্ট প্রদানের আহ্বান জানানো হয়। তবে কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও নির্দেশনা দেওয়া হয়।
এসএস/
মন্তব্য করুন