নিয়াজ মোর্শেদ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই বিপ্লবে সারাদেশে অন্তত ১ হাজার ৪২৩ জন ছাত্র-জনতা শহীদ হয়েছেন । এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে । স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাদ্রাসার শিক্ষার্থীরাও ছিলো মাঠে । ঢাকার তামীরুল মিল্লাত মাদরাসা থেকে চব্বিশের গণঅভ্যুত্থানে ৫জন শহীদের তালিকা পাওয়া গেছে। মাদ্রাসা কতৃপক্ষ এখন পর্যন্ত ৫জন শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এরমধ্যে ৩জন টঙ্গী শাখার, ২জন যাত্রাবাড়ী শাখার ছাত্র ছিলেন। জুলাই বিপ্লবে সেই পাঁচজন শহীদের পরিচয় তুলে ধরা হলো:
১. শহীদ মোঃ শাকিল হোসেন (পারভেজ), পিতার নাম মো. বেলায়েত হোসেন। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী শাখার ফাযিল (ডিগ্রি) শ্রেণিতে পড়াশোনা করতেন। আঘাতের ধরন: বুকে গুলিবিদ্ধ। আক্রমণকারী: পুলিশ-ছাত্রলীগের গুলিতে শহীদ হোন। শাহাদাতের স্থান: উত্তরা আজমপুর বিএনএস সেন্টারের সামনে , ১৮-০৭-২০২৪ তারিখে
২. শহীদ মো: আদিল, পিতার নাম মো: আবুল কালাম। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ির ১০ম শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্র। পুলিশের আক্রমণে গুলিবিদ্ধ । শাহাদাতের স্থান: ভূইগড়, ফতুল্লা, নারায়নগঞ্জ , ২০-০৭-২০২৪ তারিখে ।
৩. সাইয়্যেদ মুনতাসির রহমান আলিফ, পিতা গাজীউর রহমান। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ির আলিম ১ম বর্ষ, বিজ্ঞান বিভাগের ছাত্র। আঘাতের ধরন: ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ। শাহাদাতের স্থান কাজলা,শনিআখড়া,যাত্রাবাড়ী, ঢাকা ০৫-০৮-২০২৪ তারিখে।
৪. মোঃ ওসমান পাটোয়ারী, পিতার নাম মোঃ আবদুর রহমান। শ্রেণি: আলিম , শিক্ষা প্রতিষ্ঠান: তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী। আঘাতের ধরন: গুলিবিদ্ধ। আক্রমণকারী: ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা। শাহাদাতের স্থান: লক্ষ্মীপুর শহর (তিতা খাঁ মসজিদ রোড), শাহাদাতের তারিখ: ৪-০৮-২০২৪
৫. হাফেজ নাসির ইসলাম, পিতা: মো আশরাফুল ইসলাম। শ্রেণি: আলিম ১ম বর্ষ , শিক্ষা প্রতিষ্ঠান: তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী। আঘাতের ধরন: বুকে গুলিবিদ্ধ। আক্রমণকারী: যৌথবাহিনির গুলি । শাহাদাতের স্থান: গাজীপুরা ২৭, এশিয়া পাম্পের সামনে , ২০-০৭-২০২৪ তারিখে।
এবি/
মন্তব্য করুন