জাবি প্রতিনিধি: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল
শনিবার (২ নভেম্বর) দুপুর একটায় বিশ্ববিদ্যলয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে শিশুদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ নির্মাণ, সুষম অর্থনীতি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জনে বিএনপি ও ছাত্রদল বদ্ধপরিকর। আওয়ামিলীগের শাসনামলে অর্থ পাচারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোচ্চার থাকতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিবাদ ও ছাত্রদলের সার্বিক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরেক ছাত্রদল কর্মী আবু বকর রাশেদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে দেড় হাজারের অধিক শহীদের স্মরণে আমরা শাখা জাতীয়তাবাদী ছাত্রদল সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছি।বর্তমান পরিপ্রেক্ষিতে শিশুদের একটি বড় অংশ অবহেলিত ও নিপীড়িত। এ দেশের অধিকাংশ পরিবার মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো প্রয়োজনীয় অর্থ উপার্জন অক্ষম হওয়ায় শিশুদের চাহিদা পূরণ করতে হিমশিম খায়। সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
এছাড়াও তিনি পথশিশুদের জন্য ভবিষ্যতে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন ।
বিশ্ববিদ্যালয়ে আরেক ছাত্রদলকর্মী জোবায়ের হোসাইন বলেন, বিগত ১৬ বছর আমরা ফ্যাসিস্ট শাসন দেখেছি যারা জাতীয়তাবাদী দল ও জাতীয়তাবাদী ছাত্রদলকে বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে ন্যাক্কারজনক ভাবে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে। ছাত্রদল শুরু থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলো। আমাদের দীর্ঘ প্রচেষ্টায় ও ২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তি পরাস্ত হয়েছে। দেশের মানুষের জাতীয় জীবনে ন্যায়বিচার ভিত্তিক সুষম অর্থনীতির প্রতিষ্ঠার প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রদল কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ইমন ইসলাম, ইমরান হাসান, শাহরিয়ার রমিম, রাজুয়ার হোসাইন, রাকিব, মোস্তাফিজুর রহমান, ফেরদৌস, সুমন, রাসেল, জিল্লুর রহমান নেহাল, সাকিব প্রমুখ।
এসএস/
মন্তব্য করুন