জাবি প্রতিনিধি:
সম্প্রতি দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদল।
সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বরাবর এক স্মারকলিপিতে ছাত্রদলকর্মী জাকিরুল ইসলামের নেতৃত্বে এ দাবি জানান তারা।
এতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন হলে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে তুলছে। এ লক্ষ্যে ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রকে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ এবং চিকিৎসা সামগ্রী দিয়ে সজ্জিত করতে হবে। পাশাপাশি, ক্যাম্পাসে সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার, ফ্লায়ার এবং সেমিনারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের প্রচারণা চালাতে হবে।
স্মারকলিপিতে মশা নিধন, ক্যাম্পাসের পরিস্কার-পরিচ্ছন্নতা, জলাশয় নিয়মিত পরিষ্কার, এবং সচেতনতা কার্যক্রম বাড়ানোর সুপারিশও করা হয়।
এ নিয়ে বিশ্ববিদ্যলয়ের শিক্ষার্থী ই.এম. মাহমুদ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জাতি ও মানুষের জন্য কাজ করতে দায়বদ্ধ। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের প্রয়োজনে ঐতিহাসিকভাবে পাশে থেকেছে ছাত্রদল। ডেঙ্গু প্রকোপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই উদ্ভূত পরিস্থিতিতেও আমাদের নিজস্ব দায়বদ্ধতা থেকে ছাত্রদল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, যাতে করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় থাকে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহান ভূঁইয়া, শামসুজ্জামান সায়েম, আদনান করিম, বাক্কি, সাদিককুর রহমান, জাহিদ হাসান, একরামুল হক, এসএম আমিনুল ইসলাম, জহিরুল ইসলাম অয়ন, মজনু মাহমুদ, শামিম, মাসুদ, তপু, এবং আবিদুর রহমান প্রমুখ।
ছাত্রদলের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএকে/
মন্তব্য করুন