এডুকেশন টাইমস
৪ নভেম্বর ২০২৪, ৮:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইউপি, শিক্ষকসহ বিভিন্ন পদে নিয়োগ

এডুকেশন টাইমস ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। প্রতিষ্ঠানটি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি নিয়োগে মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বিইউপির নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি);

১. পদের নাম: অধ্যাপক;

পদসংখ্যা: অনির্ধারিত (ন্যূনতম ৪টি);

বিভাগ: ইংরেজি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ম্যানেজমেন্ট, এনভায়রণমেন্টাল সায়েন্স;

বেতন: ৫৬,৫০০—৭৪,৪০০ (গ্রেড-৩);

বয়স: সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হতে হবে;

২. পদের নাম: সহযোগী অধ্যাপক;

পদসংখ্যা: অনির্ধারিত (ন্যূনতম ৩টি);

বিভাগ: সোসিওলজি, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট;

বেতন: ৫০,০০০—৭১,২০০ (গ্রেড-৪);

বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;

৩. পদের নাম: সহযোগী অধ্যাপক;

পদসংখ্যা: অনির্ধারিত (ন্যূনতম ৩টি);

বিভাগ: শিক্ষা;

বেতন: ৫০,০০০—৭১,২০০ (গ্রেড-৪);

বয়স: সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে;

৪. পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: অনির্ধারিত (ন্যূনতম ১৩টি);

বিভাগ—

*ডেভেলপেমেন্ট স্টাডিজ;

*ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স;

*ইকোনমিকস;

*পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন;

*অ্যাকাউন্টিং;

*ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং;

*ম্যানেজমেন্ট;

*মার্কেটিং;

*আইন;

*জার্নালিজম;

*আন্তর্জাতিক সম্পর্ক;

*আইসিটি;

*এনভায়রণমেন্টাল সায়েন্স

বেতন: ৩৫,৫০০—৬৭,০১০ (গ্রেড-৬);

বয়স: সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে;

৫. পদের নাম: মুয়াজ্জিন;

পদসংখ্যা: অনির্ধারিত (সম্ভাব্য ১টি);

বেতন: ১২,৫০০—৩০,২৩০ (গ্রেড-১১);

বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে; ৬. পদের নাম: ফিল্ড সুপারভাইজার;

পদসংখ্যা: অনির্ধারিত;

বেতন: ১২,৫০০—৩০,২৩০ (গ্রেড-১১);

বয়স: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে;

৭. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;

পদসংখ্যা: অনির্ধারিত;

বেতন: ৯,৩০০—২২,৪৯০ (গ্রেড-১৬);

বয়স: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

দরকারি কাগজপত্রসহ হাতে পূরণ করা আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর, ঢাকা ১২১৬ ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে;

আবেদন ফি—

শিক্ষক পদের জন্য ৬০০ টাকা, মুয়াজ্জিন ও ফিল্ড সুপারভাইজার ৩০০ এবং অ্যাটেনডেন্ট পদের জন্য ২০০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ নভেম্বর ২০২৪, দুপুর ২টা ৩০ মিনিট;

এসএস/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিওয়াইবি জবি শাখার নেতৃত্বে ইস্রাফিল ও লাভলু

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে বাংলাদেশে ২য় স্থানে চবি

কুবিতে সিওইউ সাইক্লিস্টের নতুন নেতৃত্বে মামুন- রাকিন

শিক্ষা ও গবেষণায় সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা

ক্যান্টিনের খাবারের দাম এবং মান নিয়ে অস্বস্তিতে বুটেক্স শিক্ষার্থীরা

শাবিতে মাস্টারমাইন্ড ২.০ শীর্ষক ‘ন্যাশনাল কেস কম্পিটিশন’ উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাটাতনের নেতৃত্বে মাসুম-সায়েম

শাবিতে গণহত্যায় অর্জিত স্বাধীনতা শীর্ষক চিত্র প্রদর্শনী

এডিবি থেকে ৪০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

১০

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে বিকাশ

১১

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন পাকিস্তান সরকারের

১২

গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন: শফিকুল আলম 

১৩

৪৬ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি, প্রত্যাশা ও সংকট

১৪

বাকৃবির ফজলুল হক হলে তিন দিনের ফিস্টে উৎসবের আমেজ

১৫

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ 

১৬

জানা গেলো পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল ট্রেন চলাচলের তারিখ

১৭

অভিজ্ঞতা ছাড়াই ২৫০০০—৩০০০০ বেতনে চাকরি আরএফএল গ্রুপে, দেবে ভ্রমণ ভাতাসহ নানান সুবিধাও

১৮

নিয়োগ দিচ্ছে বিএসআরএম গ্রুপ

১৯

যে কারণে ভারতে করিমগঞ্জের নাম বদলে শ্রী-ভূমি রাখা হলো

২০