পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফের কোনো প্রকার প্রকাশ্যে অথবা গোপনে রাজনৈতিক কর্মকান্ড পরিচালিত হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হবে।
চলতি বছরের ১৩ আগষ্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ডের (রিজেন্ট বোর্ড) সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১(১২) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষক,শিক্ষার্থী, কর্মকতা ও কর্মচারীদের রাজনেতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় এবং বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়।
তবে,৩ আগস্ট (রবিবার) বিশ্ববিদ্যালয়ের এ নিষেধাজ্ঞা ভঙ্গ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা ক্যাম্পাসে এসে প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং দলীয় প্রচারপত্র বিলি করলে বিশ্ববিদ্যালয়ের সকল মহলে চাঞ্চলের সৃষ্টি হয় এবং ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা।
যার প্রেক্ষিতে আজ (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী, কর্মকতা ও কর্মচারীদের রাজনেতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়টিকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়।কিন্তু,ইদানীং লক্ষ্য করা যাচ্ছে উক্ত নির্দেশ অমান্য করে নামে বেনামে বিভিন্ন সংগঠন প্রকাশ্যে অথবা গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনার প্রচেষ্টা চালাচ্ছে। উক্ত অফিস আদেশটি যথাযথভাবে পালনের জন্য পুনরায় আদেশ করা হলো। এই অফিস আদেশটি কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএকে/
মন্তব্য করুন