জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের উদ্যোগে সামাজিক সংগঠন তরীর শিশুদের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ‘জিয়া ট্রি’ রোপণ করেন তারা।
রবিবার (১০ নভেম্বর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল নেতাকর্মীরা। শিক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ব্যাগ, তিনটি খাতা, কলম, পেন্সিল ও ইরেজার।
শাখা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ ফয়সাল হোসেন বলেন, দেশ গঠনে শিক্ষার বিকল্প নেই। আর শিশুরা আমাদের আগামীর ভবিষ্যৎ। ছাত্রদলের এই উদ্যোগ শিশুদের শিক্ষার পথকে আরও সুগম করবে এবং স্বপ্নপূরণের সাহস জোগাবে। তাদের ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে যেতে সহযোগিতা করছি এবং শিক্ষার্থীদের পাশে থাকার এই যাত্রা আমাদের অব্যাহত থাকবে।
জাবি ছাত্রদল নেতা রাসেল মোহাম্মদ বলেন, শিক্ষা আমাদের একটি মৌলিক অধিকার। কিন্তু বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠীর আর্থিক অস্বচ্ছতার কারণে আমাদের আগামীর ভবিষ্যৎ শিশুরা যাতে শিক্ষা-বিমুখী না হয় সেদিকে লক্ষ্য রেখে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে শাখা ছাত্রদলের আজকের এই আয়োজন। আমরা আশা করছি এ উদ্যোগ আলোকিত বাংলাদেশ বিনির্মানে সামান্য হলেও ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছাত্রদল নেতা মোহাম্মদ মেহেদী হাসান, আলোকুর রহমান অলোক, আমির উদ্দিন দেওয়ান, মোঃ রিফাত হোসেন , দেওয়ান আলাউদ্দিন হোসেন, সাইফ উদ্দিন, ইয়াসিন দেওয়ান, সাইফুল ইসলাম, আরিফ রহমান, বাদশাহ আলমগীর, মোহাম্মদ তৈয়েবুর রহমান, সোহেল আহমেদ, শরীফ রায়হান প্রিন্স, নোভেল আহমেদ, মোহাম্মদ আলামিন, সুমন রেজা, ফেরদৌস রহমান, আনিসুল ইসলাম আনিস, শেখ পলাশ হোসেন, নাফিজ আল নাহিয়ান, শেখ সাদী , নাজমুল হাসান জিশান, তানজিম ইসলাম ইশাত, আরাফাত ইসলাম, নাহিদুল হক, তানভীর রহমান, নাফিজ আল নাহিয়ান প্রমুখ সহ একাধিক ছাত্রদল নেতাকর্মী।
এসএস/
মন্তব্য করুন