জাবি প্রতিনিধি: রাষ্ট্র ও সমাজে ন্যায় প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের বিতর্ক চর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে জাবি ডিবেটিং সোসাইটির আয়োজনে নবীন শিক্ষার্থীদের বিতর্ক উৎসব Protagoras-53 এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপ-উপাচার্য বলেন, “যুক্তি-তর্ক উপস্থাপনের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত উদ্ভূত হয়। তাই রাষ্ট্র ও সমাজে ন্যায় প্রতিষ্ঠায় বির্তক একটি কার্যকর মাধ্যম হতে পারে। নবীন শিক্ষার্থীদের গঠনমূলক বিতর্ক চর্চায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি”।
গতকাল শনিবার শুরু হওয়া এই আয়োজনে বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তৃতা এবং অনলাইন পোস্টার ডিজাইন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি নবীন বিতার্কিক দলের সঙ্গে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরা মেন্টর হিসেবে যুক্ত ছিলেন। প্রাথমিক পর্ব থেকে সেরা চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
প্রতিযোগিতায় ডেথ ইটার্স দল চ্যাম্পিয়ন এবং কুইডিচ সিকার্স দল রানার্সআপ হয়। মোয়াজ হাসান ‘ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট’ এবং তরিকুল ইসলাম নাজিম ‘ডিবেটার অফ দ্যা ফাইনাল’ পুরস্কার অর্জন করেন। এছাড়া ইংরেজি ও বাংলা পাবলিক স্পিকিং, সেরা পোস্টার ডিজাইন এবং স্বেচ্ছাসেবকদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়।
আজ সমাপনী দিনে সেমিফাইনাল ও ফাইনাল বিতর্কের পাশাপাশি ক্যারিয়ার ও বিতর্ক বিষয়ক একটি কর্মশালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবাদ উপস্থাপক ও আবৃত্তিশিল্পী রেহানা পারভীন এবং জাবি ডিবেটিং সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক আহমেদ রেজা।
এসএস/
মন্তব্য করুন