পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নাহিদ হাসান ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ছাত্রকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মোঃ রেদোয়ানুজ্জামান এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য সহযোগী অধ্যাপক ড.মোঃ মতিউর রহমান,সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহিম খলিল এবং প্রভাষক মোছাঃ মিরা খাতুন এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫৭ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। যা আগামী ১ বছরের জন্য কার্যকর হবে ।
কমিটির নবীন সভাপতি মোঃ নুরুল আমিন বলেন,
জেলা সমিতি শুধু আমাদের জেলা বা এলাকার উন্নয়নের প্রতীক নয়, বরং এটি আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষাগত উন্নতির এক শক্তিশালী প্ল্যাটফর্ম। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো যাতে আমাদের সমিতির কার্যক্রম আরও সুষ্ঠু, কার্যকর এবং ফলপ্রসূ হয়। আমাদের লক্ষ্য থাকবে আমাদের জেলার প্রতিটি সদস্যের কল্যাণ, সেবা এবং সমৃদ্ধির জন্য কাজ করা। আমরা সকলেই আমাদের যথাযথ দায়িত্ব পালন করে এই সমিতিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এবং আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক মোঃ নাহিদ হাসান বলেন, আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি নবনির্বাচিত গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতি’র সকলকে। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক ও প্রিয় বড় ভাই, আপুদের প্রতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিজ জেলা ছাত্রকল্যাণ সমিতি খুবই প্রিয় ও আবেগের স্থান। আমরা সবাই মিলে একসাথে কাজ করে এগিয়ে নিয়ে যাবো ভালোবাসার গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতিকে।
এসএস/
মন্তব্য করুন