এডুকেশন টাইমস
২৫ নভেম্বর ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় সমাবেশে নিতে কোটি টাকা সুদমুক্ত ঋণের প্রলোভন

নিউজ ডেস্ক:

ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ—এমন প্রলোভন দেওয়া হয় লক্ষ্মীপুরের গ্রামের হতদরিদ্র শত শত নিরীহ নারী-পুরুষ, কিশোর-কিশোরীকে।

রবিবার (২৪ নভেম্বর) রাতে “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ” নামে একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার প্রায় ৩০০ দরিদ্র মানুষকে একত্রিত করা হয়। জেলার কমলনগর উপজেলার করইতলা বাজারে ঘটনাটি ঘটে।

রাতেই স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে তিনটি বাস ও চারটি মাইক্রোবাস জব্দ করে। এ সময় ১১ জনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাড়া করা যাত্রীবাহী বাসচালক মো. সোহেল জানান, আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাস ভাড়া করেছিলেন। কিন্ত তারা গাড়ি থেকে সটকে পড়েন।

বাসযাত্রী নারী-পুরুষরা জানান, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা ১,০০০ টাকা করে নিয়েছে। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। বলা হয়, টোকেনধারী সবাইকে দেওয়া হবে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।

‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ প্রচারিত লিফলেটআলেয়া বেগম নামে এক নারী জানান, ঢাকার একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার নিকট তারা প্রস্তাব দেবেন। ওই টাকা থেকে তাদের মতো গ্রামের নারী-পুরুষদের এক লাখ থেকে বড় অংকের টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে।

করইতলা বাজার এলাকার বাসিন্দা মোরশেদ আলম বলেন, ৫ আগস্টের কয়েক দিন পর থেকে একটি চক্র গ্রামের মানুষদেরকে সুদমুক্ত ঋণ দেওয়ার নাম করে সংগঠিত করছিল। ঘটনার সময় সেই চক্রের আহ্বানে প্রায় ৩০০ নারী-পুরুষ ঢাকায় যাওয়ার জন্য গাড়িতে ওঠেন। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

তোরাবগঞ্জ গ্রামের গৃহবধূ নাছিমা ও রৌশন বেগম জানান, গাড়ি ভাড়া হিসেবে তিনি ১,০০০ টাকা দিয়েছেন। আরও অনেকের কাছ থেকেই এভাবে টাকা নিয়েছেন স্থানীয় সংগঠকরা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে তিনটি বাস ও চারটি মাইক্রোবাস জব্দ আছে। তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায় আছেন। মাঝে মাঝে এসে ফরম পূরণ করে চলে যান। তারা এখানকার হতদরিদ্র মানুষকে সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছে। এতে তাদেরকে ঢাকায় নিয়ে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিল। ডিএমপির সঙ্গে কথা হয়েছে। কোনো অনুমতি ছিল না। সমাবেশ হয়নি, হবেও না।

প্রসঙ্গত, দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ” নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক সংগঠনের সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী।

 

/ইএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংঘর্ষে কোনো শিক্ষার্থী নিহত হয়নি: ডিএমপি

বেরোবি’র শিক্ষক রব্বানীর বিরুদ্ধে অন্যের চাকরি নিজের নামে বাগিয়ে নেওয়ার অভিযোগ

মোল্লা কলেজে হামলাকারীরা আমাদের শিক্ষার্থী না- অধ্যক্ষ

চলমান ‘কলেজ দ্বন্দ্বে’ না জড়িয়ে শিক্ষার্থীদের সংযম প্রদানের নির্দেশ জবি প্রশাসনের

শাবিপ্রবিকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

শিক্ষা ও গবেষণায় আন্তজার্তিক মানের করার আশ্বাস ইবি উপাচার্যের

জবির নতুন অর্থ পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম 

‘মেগা মানডে’: সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ, আহত শতাধিক

১০

ডিএমআরসি তে জিম্মি শতাধিক শিক্ষার্থী,গুরুতর আহত ৫০

১১

লাখ টাকার লোভ দেখিয়ে শাহবাগে জনসমাগম করার নেপথ্যে কারা?

১২

প্রথম আলো-ডেইলি স্টার ‘পুড়িয়ে’ নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ

১৩

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

১৪

গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত 

১৫

ঢাকায় সমাবেশে নিতে কোটি টাকা সুদমুক্ত ঋণের প্রলোভন

১৬

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই: হাইকোর্ট

১৭

শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

১৮

বর্ণাট্য আয়োজনে আয়োজনে ইবির ৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৯

মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত, দাবি কলেজ কর্তৃপক্ষের

২০