এডুকেশন টাইমস ডেস্ক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগের এবং প্রোগ্রামিং হিরো এর উদ্যোগে গত ২৫ নভেম্বর প্রোগ্রামিং ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো: তাহজীব উল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষধের সম্মানিত ডীন জনাব প্রফেসর ড. এ.টি.এম মাহবুবুর রহমান, ১ম শিফটের কোওর্ডিনেটর জনাব জাহিদুল ইসলাম, প্রভাষক পরিতোষ চন্দ্র রায়, প্রভাষক তাওফিকুর রহমান সহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রোগ্রামের উপস্থাপনায় ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রোকৌশল বিভাগের ১০৪ ব্যাচের শিক্ষার্থী মো. নাজমুচ্ছাকিব।
উক্ত অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রাকিব, প্রধান পরিচলন কর্মকর্তা, প্রোগ্রামিং হিরো, জনাব মীর হুসাইন সিনিয়র ইন্সট্রাক্টর প্রোগ্রামিং হিরো। জনাব আব্দুর রাকিব তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যারিয়ার গাইড লাইন প্রদান করে থাকেন।তিনি বলেন, “প্রোগ্রামিং এর জন্য জীবন নয়, জীবনের জন্য প্রোগ্রামিং”। তিনি শিক্ষার্থীদের বছরে কমপক্ষে ৩০০ প্রবলেম সলভ করার পরামর্শ দেন। এছাড়াও তিনি নিজের ইউনিভার্সিটির বড় ভাই বা ইন্ডাস্ট্রির বড় ভাই/বোনদের সাথে ভালো কানেকশন তৈরি করতে পরামর্শ দেন।তাদের কাছে প্রশ্ন করতেন বলেন এসকল প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে।সে অনুযায়ি নিজের স্কিল বৃদ্ধির পরামর্শ প্রদান করার পরামর্শ প্রদান করেন। আলোচনার শেষাংশে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
আরেকজন আলোচক মীর হুসাইন ছাত্রদের কম্পিউটার বিষয়ক মার্কেট যাচাই পুর্বক বিভিন্ন দক্ষতা উন্নয়নের বিষয়ে পরামর্শ প্রদান করেন।কিভাবে একজন শিক্ষার্থী নিজের ক্যারিয়ারকে সঠিক পথে সাজিয়ে নিতে পারবে এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানের শেষাংশ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে মো. আলম, মো. সজন ও এহতেশাম জিন্নুরাইন কে পুরষ্কার প্রদান করা হয়।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষধের ডীন জনাব প্রফেসর ড. এ.টি.এম মাহবুবুর রহমান স্যার শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘আমাদের বেশি বেশি প্রবলেম সলভিং করতে হবে, সাথে সাথে ম্যাথ এর চর্চা করতে হবে যেটা আমাদের লজিক্যাল থিংকিং বৃদ্ধি করবে।” বিভাগের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জনাব তাহজীব উল ইসলাম শিক্ষার্থীদের কিছু ক্যারিয়ার গাইডলাইন দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।
প্রোগ্রামিং হিরো এর কর্ণধার ও প্রধান উর্ধতন কর্মকর্তা জনাব ঝংকার মাহবুব শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সেখানে তিনি দুই ঘন্টা যাবৎ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। তিনি সেখানে শিক্ষার্থীদের নিজেদের ভালো লাগার উপর ভিত্তি করে কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করে থাকেন। এভারেজ সিজিপিএ রাখার পাশাপাশি স্কিল ফোকাস থেকে কাজ করতে বলেন। তিনি বলেন, “আজ আমরা যেটা শিখতেছি সেটা ৭/৮ বছর পরে কাজ নাও করতে পারে, আপডেট আসতে পারে। তাই নিজেকে সর্বদা শেখার উপর থাকতে হবে। তবেই আমাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না।” আল্লাহর উপর ভরসা রেখে প্রোপার ওয়েতে কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করেন। সেই সাথে একুশ দিন ব্যাপি ওয়েব ডেভেলোপমেন্ট ও প্রবলেম সলভিং বুটক্যাম্পের শুভ উদ্ভোদন ঘোষণা করে দুই দিন ব্যাপি এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। পুরো প্রোগ্রাম পরিচালনায় সহায়তা করে সিএসই-ভলেন্টিয়ার ক্লাব।
এসএস/
মন্তব্য করুন