যবিপ্রবি প্রতিনিধি: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে ভর্তির যোগ্যতা ও শর্তাবলী প্রকাশ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ৭টি অনুষদের অধীনে ২৬টি বিভাগে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির যোগ্যতা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, সর্বোচ্চ ৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নিবে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং সর্বনিম্ন ২০টি আসনে শিক্ষার্থী ভর্তি নিবে বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, নার্সিং এন্ড হেলথ সায়েন্স এবং প্রথমবার চালু হওয়া বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ।
এছাড়া মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধা এবং ১ শতাংশ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও পোষ্য কোটায় সংরক্ষিত আসন থাকবে। ভর্তির যোগ্যতা ও শর্তাবলী বিস্তারিত দেখা যাবে এই লিংকে।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়টির নিজস্ব তত্ত্বাবধানে ভর্তি পরীক্ষার মাধ্যমে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি নিবে যবিপ্রবি।
এসআই/
মন্তব্য করুন